পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

德e: 8 কলিকাত সেকালের ও একালের । মীমাংসার ভার সাক্ষাৎসম্বন্ধে নবাব মুরশীদকুলী ধার উপর অর্পণ করা হইল ইংরাজগণের তখন মুদ্র-বিভ্ৰাট ঘটিয়াছিল। মাম্রাজ ও বোম্বায়ে যে টাকা উীহার প্রস্তুত করাইতেন, তাহার মূল্য কম। শিক্কা বা প্রচলিত টাকার সহিত তুলনায়, ইহার মূল্য অনেক কম দাড়াইত। ইহাতে বাট্টার জন্ত লেনদেন ও কারবারাদি কাৰ্য্যে ইংরাজদের যথেষ্ট ক্ষতি হইতেছিল। এই মুদ্রাবিভ্ৰাট সৰ্ব্বাগ্রে বিদূরিত করাই, তাহারা প্রথম কৰ্ত্তব্য বলিয়া মনে করিলেন। কিন্তু মুরশীদাবাদের সরকারী টাঁকশাল ভিন্ন, এ মুদ্রা প্রস্তুতের জার কোন উপায়ই নাই। অথচ এই বাদসাহী টাকশাল বাঙ্গলার দেওয়ান ও নায়েব-নাজিম মুরশীদকুলী থার অধীনে। ১৭১৬ সালে কাশিমবাজারের অধ্যক্ষ জানাইলেন, নবাবকে পনর হাজার ও দেওয়ান একরাম খা এবং রঘুনন্দন প্রভৃতি কৰ্ম্মচারিবর্গকে পাচ, হাজার করিয়া দশ হাজার টাকা দিলে, বাণিজ্য কাৰ্য্য ও মুরশীদাবাদের মূদ্র প্রস্তুতাদি ব্যাপারের ও সুবিধা হইবে । ইংরাজপক্ষ অগত্য বাধ্য হইয়া, এই টাকাটা দিতে স্বীকৃত হইলেন । কিন্তু ইংরাজের অঙ্গীকার করিয়াও ফখ সময়ে প্রতিশ্রুত মুদ্রা না দেওয়ায়, সায়ের বিভাগের ইজারদার রঘুনন্দন, ইংরাজদের মালের নৌকা আবদ্ধ রাখিলেন ও কাশিমবাজারে লোক পাঠাইয়। ইংরাজদের উৎপীড়িত করেন। এই রঘুনন্দনকে কেহ কেহ নাট্যের রাজবংশের স্থাপয়িতা বলিয়া অকুমান করিয়া থাকেন। বাদসহ-দরবারে যাহাতে ইংল্লাঞ্জেরা তাহদের প্রার্থিত বিষয়গুলি না পান, মুরশীদকুলী খাঁ, সেজন্য বাঙ্গালা হইতে অনেক চেষ্টা করিতেছিলেন। কিন্তু ইংরাজপক্ষ বাদসাহের এক খোজাকে যুদ্ৰ দিয়া, পরিশেষে কৌশলক্রমে তাছাদের কার্য্যোদ্ধার ফরিয়া ফিরিয়া আসেন * ' * ইংরাজ-বণিকগণ ব্যঙ্গসাহফব্রুকশিয়ারের নিকট যে ৩৮ খানি গ্রাম-ক্রয়ের ফাৰ্ম্মান পান. তাহার প্রয়োজনীয় অংশটুকু নিম্নে অবিকল উদ্ধত হইল।—That the rentings of Calcutta, Chuttanutty and Govindpur on the Pergana of Amirabad &c. in Bengal, were formerly granted them and bought by consent from the Zaminders of them and are now in Company's possessions, for which they yearly pay the sum of Rs 1195-6 Ans. The 38 Towns more amounting to Rs 8121-8, adjoining to the aforesaid towns, which they hope the renting of, may be granted and added to those they are already in possession of that, they will pay annually the same amount of them. COMMANDED that the copy under the seal of chief Cauzi bo regarded and that old towns formerly bought by them remain in their