পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় 8e :) চেষ্টা করিয়া, তাহার কলিকাতার বাণিজ্যের, দুর্গের ও নগরের উন্নতি-সাধন করিতেছিলেন । এই ভাবে তাহার মুরশীদকুলীর মৃত্যুকাল পর্য্যন্ত সুখে দুঃখে অতিবাহিত করেন । মুরশীদকুলীর পরবর্তী নবাবদ্বয়ের আমলে ইংরাজদের সম্বন্ধে বিশেষ কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই । এইরূপে নানাবিধ সুখ দুঃখ কষ্টের ও মধ্য দিয়া, নবাব আলিবর্দি খাঁর রাজত্বকাল পর্য্যস্ত, ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী তাহদের বাণিজ্য-জীবন অতিবাহিত করেন। এজন্য ইহার পর অমর নবাব আলিবর্দি ও সিরাজের আমলের কথাই বলিব । নবব_ মুরশীদকুলী খা, অতিশয় জবরদস্ত নবাব ছিলেন । বৰ্ত্তমান মুরশীদাবাদ নগরী আজ ও র্তাহার কীৰ্ত্তি-ঘোষণা করিতেছে। ধরিতে গেলে, তিনিই যুৱশদাবাদ নবাব-বংশের প্রথম প্রতিষ্ঠাতা। মুরশীদকুলীর মৃত্যুর পর, নানাবিধ বিপ্লবের মধ্য দিয়া, তাহার উত্তরাধিকারিগণের হস্ত হইতে রাজশক্তি ও শাসনশক্তি আলিবন্দী-র্থীর হাতে আসিয়া পড়ে । সে সব বাঙ্গলার ইতিহাসের কথা । আমরা কলিকাতার ইতিহাস লিখিতে বসিয়াছি, সুতরাং বাঙ্গলার অতীত ইতিহাসের কথা আলোচনা করিয়৷ পুস্তকের অবথা কলেবর-বৃদ্ধি করিতে চাহি না । বর্তমানে নবাব মুরশীদকুলী খাঁর সম্বন্ধে কয়েকটা কথা বলিয়া, আমরা এই প্রস্তাবের উপসংস্কার করিব । 勒 “রিয়াজে” উল্লিখিত আছে—“নবাব জাফর খণর (মুরশীদকুলী) শাসনকালে, বঙ্গদেশে চোর ডাকাতের ভয় একেবারে নিবারিত হইয়াছিল। কি সহর কি মফঃস্বল, সৰ্ব্বস্থানের অধিবাসীরা নিরাপদভাবে এবং সুখে-স্বচ্ছন্দে জীবন অতিবাহিত করিয়াছিল। বৰ্দ্ধমান রাজপথের পাশ্বে, কাটোয়া মুরশীদগঞ্জে পথিকগণকে নিরাপদ করিবার জন্য, তিনি প্রধান একটা থানা প্রতিষ্ঠিত করিয়াছিলেন। তিনি স্বীয় খাস-ভৃত্য, মোহম্মদ-জানকে এই সদর থানার তত্ত্বাবধারকের পদে নিযুক্ত করেন। নদীয়া ও হুগলীর পথ-পুখস্থ ফেনাচোর নামক স্থানের কলা-বাগানে দিবাভাগেই ডাকাতি হইত। এজন্য মোহম্মদ-জশন ইস্থার নিকটেই এক থানা প্রতিষ্ঠিত করিয়া, কাটোয়ার অন্তভূক্ত করেন। তিনি_দস্থ ও চোরদিগকে ধরিয়া খণ্ড খণ্ড-করিয়া পথি-পাশ্বে গাছের ডালে লটুকাইয়া রাখিতেন। এরূপ ভীষণ দণ্ড বিধান দেখিয়া, চোর ও ডাকাতেরদল ভয় পাইয়া অপকাৰ্য্য হইতে বিরত থাকিত । SSBBBBBSBBB BB BBBS BBKBBBS BBSBBS BBDDD હ ૨