পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8% o কলিকাতা সেকালের ও একালের । র্তাহার পান্ধীর অগ্রভাগে, ঘাতকগণ “কুড়ালী” হস্তে গমন করিত । এইজন্ম লোকে তাহাকে “কুলড়া" বা কুড়,লিয়া এই আখ্যা প্রদান করে। নবাব, স্বধৰ্ম্ম প্রচারে ও মুসলমান ধৰ্ম্মাহুষ্ঠিত আচার_ব্যবহারাদি সম্পাদনে, গোড়া মুসলমান ছিলেন। নবাব স্বায়েস্তা-খার পর, এরূপ স্বধৰ্ম্মানুরাগী নবাব আর বাঙ্গলাদেশে কেহ আসে নাই। সম্রান্ত ব্যক্তির সম্মানরক্ষণ, সুবিচার ও প্রজার প্রতি অত্যাচার নিবারণে, তিনি যথেষ্ট মনোযোগী ছিলেন । তিনি যাহা বলিতেন বা অঙ্গীকার করিতেন, কিছুতেই তাহার অন্যথা হইত না । তাহার ন্যায়পরতা এতই ཨྰཿ༢ཧྥ ། ছিল, যে দক্ষিণাতে মুবাদার করিবার সময়, তিনি বিচারাসনে বসিয়া,তাহার একমাত্র পুত্রের প্রাণদণ্ডের বিধান করিয়াছিলেন। তাহার পুত্র অন্ত এক বিবাহিত ব্যক্তির পত্নীর ধর্শ্বনাশ করিয়াছিল। কিন্তু নবাব মুরশীদকুলী, পুত্র বলিয়া তাহাকে মার্জন করেন নাই। বিচার-ব্যাপারে বিচার করিয়া এবং আদেশ দিয়াই তিনি নিশ্চিস্ত থাকিতেন না । তাহার আজ্ঞা যথাযথ প্রতিপালিত হইত কি না, তাহাও তিনি দেখিতেন । জমিদারেরা যাহাতে "প্রজাবর্গের প্রতি কোনরূপ অত্যাচার করিতে না পারে, তজ্জন্ত তিনি বিশেষ ব্যবস্ত করেন। তখন নবাব-দরবারে, সকল জমিদারেরই এক একজন প্রতিনিধি বা উকীল থাকিতেন। পাছে তাঙ্গদের প্রভুদের নামে কোন প্রজা, নবাবের নিকট কোনরূপ অভিযোগ আনয়ন করে, এই ভয়ে উকীলেরা নবাবের “চেহেলসতুন" দরবারের বহির্দেশে বেড়াইতেন, নবাবের নিকট কোন অভিযোগকারী আসিয়াছে কি না, খুজিয়া দেখিতেন। যদি কেহ থাকিত, তাহা হইলে নানা উপরে তাহাকে হস্তগত করিয়া অভিযোগ ব্যাপার হইতে নিবৃত্ত করাইতেন । কারণ র্তাহারা জানিতেন, নবাবের নিকট অপরাধ প্রমাণ হইলে, তাহীদের প্রভু জমিদারদের ভয়ানক শাস্তি হইবে। নবাব মুরশীদকুলী খা, একজন গোড়া মুসলমান ছিলেন। তিনি প্রত্যহ

  • ۰ تمساحمتهایی

পাবার নমাজ পড়িতেন, তিনমাস কাল রোজ থিতেন এবং প্রতিদিন সম্পূর্ণ কোরান পাঠ করিতেন। এতদ্ব্যতীত তিনি "আহমবাহু" অর্থাৎ অমাবস্তু পূর্ণিমার উপবাস করিতেন, জুমা-রোজ রাখিতেন। বৃহস্পতিবার সমস্ত রাত্রি জাগিয়া উপাসনা করিতেন। . . " দিবা একপ্রহর অতীত হইলে, তিনি কোরাণ নকল করিতে আরম্ভ করিতেন। বেল দ্বিপ্রহর পর্য্যস্ত এই নকলের কার্য্য চলিত। তাহার প্রেরিত বিচিত্র উপহার সমূহ, স্বদুর তুরুদ্ধে, সুলতানের নিকটেও পৌছিত।