পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२० কলিকাতা সেকালের ও একালের । ভূত হয়। কিন্তু রাজার উপযুক্ত উপহার দিবার মত বৃদ্ধার ত কিছুই "ཧྥུག না। সীতারাম বুদ্ধার এই অপ্রতিভ ভাব লক্ষ্য করিয়া, তাহার নিকট হইতে প্রাঙ্গণ-স্থিত একটি লাউগাছ প্রার্থনা করেন। ಶೃಗ বৃদ্ধাকে জিজ্ঞাসা করিলেন—“তোমার উপহার ত লইলাম। এখন "তোমার কি প্রার্থনা তাহা ব্যক্ত কর।” বৃদ্ধ একটী কুপ-খননের ইচ্ছা প্রকাশ করিলে, রাঙ্গ সেই লাউগাছের মুলে কূপখননের আদেশ প্রদান করেন। কিন্তু লাউগাছের মূল দেশ খনন কালে, প্রচুর অর্থ পাওয়া যায়। সীতারাম সেই অর্থ নিজে না লইয়া, রামসাগর দীঘি খনন করান । দুর্গ-নিৰ্ম্মাণ ও রাজপ্রাসাদের কার্য শেষ স্কুইলে, তিনি নানাস্থান হইতে শিল্পী ও শ্রমজীবি আনাইয়া প্রয়োজনীয় অস্ত্ৰ শস্ত্র প্রস্তুত করাইলেন। দুর্গ মধ্যেও আর একটা প্রকাও দীধিক খনিত হইল। ইহা সীতারামের গুপ্ত কোষাগার স্বরূপ ছিল। শক্র কর্তৃক আক্রাস্ত হইলে,ধনরত্নাদি ইহাতে অনাস্বাসে নিক্ষেপ করা যাইবে, এই জন্স এই পুষ্করিণী খনন করা হয়। লক্ষ্মীনারায়ণের মন্দির ব্যতীত, সীতারাম শ্ৰীশ্ৰীকৃষ্ণচন্দ্র ও দশভূজা প্রভৃতি দেবমন্দির নিৰ্ম্মাণ করেন । সীতারামের সেনাবলও এই সময়ে যথেষ্ট বৃদ্ধি পায় । ঢালী, সড়কি, তীরন্দাজ, পাইক তাহার দলে বিস্তর জুটিল। সীতারাম, তাহাদিগকে সেকলের সমর-বিদ্যায় দীক্ষিতু করিতে লাগিলেন। সীতারামের বিশ্বস্ত সেনাপতিদের মধ্যে মেনাস্থ্যতাই সৰ্ব্বপ্রধান। তন্নিয়ে বক্তার র্থী, মুচরা সিংহ প্রভৃতির নাম উল্লেখযোগ্য । এই সময়ে মুরশীদকুলী খী বাঙ্গালার দেওয়ান ও নাজিম। বিচার ও শাসন-বিভাগ দুইই তাহার হস্তে । রাজস্ব আদায়ের জন্ত, এই সময়ে তিনি জমীদারদের উপরে উৎপীড়ন আরম্ভ করিয়াছিলেন। সীতারাম ইতিপূৰ্ব্বেই বিবাদের জন্য প্রস্তুত হইতেছিলেন। বাহুবল বৃদ্ধির সহিত তিনি সরকারের খাজনা বন্ধ করিয়া দিয়া, প্রকাশ্ব ভাবে নিজেকে স্বাধীন বলিয়া ঘোষণা করিলেন । * -- এই সময়ে আবুতোরাপ নামক এক ব্যক্তি, ভূষণার ফৌজদার ছিলেন । আবুতোরাপ বাদসহ-বংশের অতি নিকট সম্পৰ্কীয় ব্যক্তি। সীতারামের অবাধ্যতাষ ক্রুদ্ধ হইয়া, আবুতোরাপ তাহাকে আয়ত করিবার চেষ্টা করেন। কিন্তু চারিদিক নদী ও অরণ্য-প্রধান স্থান বলিয়া, আবুতোরাপ সহজে একক্লক আয়ত্ত্বাধীন করিতে পারেন নাই। অগত্যা তিনি নবাবের নিকট