পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, কলিকাতা সেকালের ও একালের । وت ج 8 সেকালের জমিদারী সনন্দ কিরূপ ছিল—অর্থাৎ তাঙ্গতে কিরূপ ভাবে জমিদারদের আদেশ প্রদত্ত হুইত, তাহার একখানির নিদর্শন আমুর পাঠকবর্গের গোচরণর্থে প্রকাশ করিলাম। সীতারামের অধঃপতনের পর রামজীবনের উপর ভূষণা জমিদারীর স্বত্ব অপিত হয়। আমরা প্রথিতনাম ঐতিহাসিক কালীপ্রসন্ন বাবুর বাঙ্গালার ইতিহাস হইতে এই সননাথানি উদ্ধত করিলাম। ভবিষ্যতে যথাস্থানে এই রামজীবন সম্বন্ধে অন্যান্স-কথা বলা যাইবে । - জমিদারী সনন্দ—(ভূষণা—রামজীবন) মোহর ফরকশিয়ার ১১২৫ হিঃ প্রদত্ত হিঃ ১১২৯ ৷ উপস্থিত সম্পূর্ণ ফলদায়ক শুভকালে, সৰ্ব্বজন মাননীর এই ফরমানে প্রচারিত হইল, যে স্ববা বাঙ্গালার অন্তঃগত ভূষণ জমিদারী বিমজ্জিম তপশীল বেশী জমা ও পেস্কস প্রদান স্বীকারে, রামজীবনকে প্রদত্ত হইতেছে। বর্তমান ও ভবিষ্যৎ হাকিম, আমলা ও মুতসুদ্দীগণের কৰ্ত্তব্য, যে র্তাহার এই রামজীবনকে উক্ত ভূষণার জমিদার জানিয়া তাহার উপর এতৎসম্বন্ধীয় কাৰ্য্যভার স্বাস্ত আছে এইরূপ বিবেচনা করেন । এ সম্বন্ধে তাহার নিকট প্রতিবর্ষে নুতন সনন্দ তলপ করা না হয় । উক্ত রামজীবনের উচিত যে এই এলাকণর প্রজা-অধিবাসী ও পথিকগণের হিত চেষ্টা করিয়া, দরিদ্রগণের প্রতি সদয় ব্যবহার করিয়া, তাহাদিগকে বজায় রাখিয়া, সচ্চরিত্রতার সহিত নিজ কৰ্ত্তব্য কৰ্ম্ম সম্পাদন করেন । প্রজীবর্গ যাহাতে উত্তমরূপে চাষাদি স্বারা স্বচ্ছন্দে রাজস্ব সংগ্ৰহ করিতে পারে এবং যাহাতে রাজকর বৰ্দ্ধিত হয়, তদ্বিষয়ে দৃষ্টি রাখেন ও আদায় ক্ষেত্রে জুলুম না করেন । ক্ষেত্রের উৎপাদিকা শক্তি বৰ্দ্ধিত হইলে, নিৰ্দ্ধারিত রাজকর অপেক্ষ বেশী জমা পেস্কসরূপে কিস্তি কিস্তি প্রদান করা কৰ্ত্তব্য বিবেচনা করেন। ( এই সননের পৃষ্ঠে ইয়াদদস্তে অন্তান্ত কথার সহিত লিখিত আছে, যে মুবা বাঙ্গালার নাজিম নবাব জাফর, খা নসিরির ( মুরশীদকুলী থা) রোবকারী অনুসারে দৃষ্ট হয়, নিম্নের তপশীলে লিখিত ভূষণার খারিজ জমিদারী জমা বৃদ্ধি ও নজরানা স্বীকারে রামজীবনকে প্রদত্ত হইয়াছে ; তাহাকে সনন্দ দিবার হুকুম মঞ্জুর করা গেল। ২৩শে জেলহজ্জ-৫ জুলুস)। শক, এইরূপে তর্ক=দৰ্শন=৬, অক্ষি=২, রস—৬, ভূ—১, হইতে ১৬২৬ শক এবং বাণ এ wo-saw-e Bā—, o sess of so o (Westland's Jessore and Bengal . Monuments—কালীপ্রসন্নবাবুর বাঙ্গালীর ইতিহাস ৭৭ পূঃ ) ,