পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় । : 89? যাইবে—তিনি যেন আমার গোলার দরজা না খুলেন।” * নবাব সায়েস্তা খণর বহু পরে, নবাব মুৱশদকুলী খণর আমলেও, টাকায় পাঁচ ছয় মণ চাউল বিকাইত। চাউল সন্তা খাকিলেই অন্যান্ত দ্রব্য সুলভ হইবে। এই জঙ্গই রিয়াজের গ্রন্থকার লিখিয়া গিয়াছেন—“নবাবের আমলে মাসে এক টাকা আয় হইলে একজন লোক দুবেল উদরপূর্ণ করিয়া পোলাও-কালিয়া খাইতে পারিত। দরিদ্র ফকিরগণ এই সস্তা গঙার দিনে স্বচ্ছদে দিন কাটাইত।” নবাব মুরশীদকুলী যাহাতে দেশের শস্য-রক্ষা হয়, প্রজাগণ কষ্ট না পায়, দুর্ভিক্ষ উপস্থিত না হয়—তজ্জন্ত বিশেষ সচেষ্ট ছিলেন । র্তাহার আমলে কোন আড়তদার ও ব্যবসায়ী, শস্যাদি একচেটিয়া করিতে পারিত না । উiহার নিযুক্ত গোয়েন্দাগণ নানাস্থানেয় হাটে-বাজারে ঘুরিয়া, শস্যের দর সংগ্ৰছ করিত। . যখন তিনি ব্যবসায়ীদের পক্ষে কোনরূপ অন্যায় ব্যবহার দেখিতেন, তখনই তাহদের যথেষ্ট শান্তি দিতেন। যদি সহরে বা নগরে, শস্যের আমদানী কম হইয়া পড়িত, তাছাহইলে তিনি মুদূর মফঃস্বলে যে সকল স্থান অন্যায়রূপে শস্য আটক করিয়া রাখা হইয়াছে, সেই সকল স্থানে সিপাহী-ও রাজকর্মচারী পাঠাইয়া, জবরদস্তিতে সেই সমস্ত ব্যবসায়ীকে বাজার দর অনুসারে শস্য বিক্রয় করিতে বাধ্য করিতেন। এই সময়ে মুরশীদাবাদে টাকায় চারি মণ চাউল বিক্রয় হইত। সুতরাং অন্যান্ত জিনিসের দামও এই হিসাবে অনেক কম ছিল। চাউল যাহাতে অন্যায়রূপে রপ্তানী না হয়, সে দিকে তাহার বিশেষ দৃষ্টি ছিল।f নবাবগণের শাসনকালে রাজতন্ত্র ও রাজস্ব-বিভাগ কিরূপ ভাবে পরি

  • মুরশীরকুলী ধার দৌহিত্র নবাব সরফরাজ দ্বার আমলে ঢাকার যশোবন্ত রায় রাজকীয়া নির্বাহ করিয়াছিলেন। তাহার আমলে ধান চাল খুব সন্তা হইয়াছিল এ সময়েও প্রতি টীকায় আট মণ চাউল বিক্রয় হইত। এই জন। তিনি নবাব সায়েন্ত খার ধানের গোলার দ্বার খুলিয়াছিলেন।

t He always provided against the famine and severely prohibited all monopolies of grain. He constantly made private enquires concer ning the market price of grain, and whence he discovered any imposition the offenders suffered the most exemplary punishment. If the importa. tion of grain to the city and towns séil shert of what had been usual, he sent officers into the country, who broke open the hoards of individuals and compelled them to carry their grains to the public market. Rice was then commonly sold at Murshidabad at four maunds for a rupee, and the prices of other provisions were in proportion. ( Vide Stwart's Bengal. P. 4o7. ( 1813).