পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86 কলিকাতা সেকালের ও একালের । কোতোস্বাল বলিয়া একজন পদস্থ কৰ্ম্মচারী থাকিতেন। কোতোয়ালের অধীনে, অসংখ্য চৌকীদার থাকিত । এই কোতোয়াল ও চেকীদারগণ গ্রামের মণ্ডল ও অন্ত টুেকীদারগণের সহায়তায়, দেশের শাস্তিরক্ষা কৱিতেন । অনেক সময়ে-দূরবর্তী প্রদেশ-সমূহে, ফৌজদারের হস্তে রাজস্ব অপদায়ের ভারও স্যস্ত ছিল । “সদরস-সঙ্কুর” বিচার-বিভাগের আর একটি উচ্চপদ । প্রত্যেক সুবায়, ইহঁার বাদসাহ কর্তৃক নিয়োজিত হইতেন । সদরস-সম্বর, কাজিগণের উপর আধিপত্য করিতেন। কাঞ্জিগণের কার্য্যে দৃষ্টি রাখা, মুসলমানদিগের ধৰ্ম্ম সম্বন্ধীয় অপরাধ-সমূহের বিচার করা, পরোত্তর-সমূহের অধিকারীগণ অধৰ্ম্মচারী হইলে, তাহাদিগের নিকট হইতে ভূমি কাড়িয়া লইয়া, অন্য ধাৰ্ম্মিক ব্যক্তিকে দান করা, মুখ কাণ্ডজ্ঞানহীন লোকে কাজীর পদ পাইয় যাহাতে তাহার অপব্যবহার না করিতে পারে তাহার ব্যবস্থা করা, ইহার কৰ্ত্তব্য-ভুক্ত ছিল । মোটের উপর, ইনি কাজিদিগের উপর সর্বময়কৰ্ত্ত ছিলেন । g “মোহাত্সীব” বলিয়া আর এক শ্রেণীর রাজকৰ্ম্মচারী, নবাব সরকার হইতে নিযুক্ত হইতেন । ধরিতে গেলে—র্তাহার কার্য্যগুলি, অনেকটা আজ কালকণর দিনের মিউনিসিপ্যাল ম্যাজিষ্ট্রেটের কাজের মত ছিল। ইনি ৰাজায়ের ব্যবসায়ীদের উপর বিশেষ লক্ষ্য রাখিতেন। যাহাতে তাহারা দ্রব্যাদির মূল্য অন্যায়ৰূপে বৃদ্ধি করিতে না পারে, তিনি তাহার ব্যবস্থা করিতেন । ক্রেতা ও বিক্রেতার মধ্যে সৰ্ব্বপ্রকার বিবাদের মীমাংসা এবং মদ্যপায়ী ও দুই লম্পটগণ যাহাতে প্রকাশ স্থানে কোনরূপ অন্যায়াচরণ করিতে না পারে, ইহার প্রতিকারেও র্তাহার বিশেষ লক্ষ্য থাকিত । “সওয়ানে-নেগার” বলিয়া আর এক শ্রেণীর কৰ্ম্মচারী ছিলেন । ইহঁার। সরকারী সংবাদ-লেখক । সে সময়ে ইহঁাদের লিখিত সংবাদই, সংবাদপত্রের কাজ করিত। ইহারা সরকারের বেতনভোগী কৰ্ম্মচারী। সৰ্ব্ব বিষয়ে সুবেদার ও দেওয়ানের অধীন । দেশের কোথায় কি হইতেছে, সমস্ত সংবাদই, প্রভিনিধি মুখে সংগৃহীত হইত। ইহঁরা সেই সমস্ত সংবাদ সংগ্ৰহ করিয়া, নবাব ও বাদসাহের নিকট প্রেরণ করিত্ত্বেন, ঔরঙ্গজেব যখন দক্ষিস্থাত্যে ছিলেন—তখন এই “সওয়ানে-মেগারের" সহায়তায়, তিনি মুদুর বদদেখের ঘটনাসমূহ জানিতে পারিতেন। ইহাঁদের, সংগৃহীত সংবাদ সমূহ জঞ্জর ডাকে, সওয়ারের মারফৎ প্রেরিত হইত। কোথায় কোন