পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায়। কলিকাতার জনসংখ্যা বৃদ্ধির কারণ—ইংরাজদের দেশীয় প্রজার প্রতি সদ্ব্যবহার —কোম্পানী বাহাদুরের প্রথম জমীদারী, তালুট প্রভৃতি গ্রামত্রয়—জমীদারীর উন্নতির সহিত কলিকাতার জনসংখ্যা বৃদ্ধি-কালেক্টর পদের প্রথম পৃষ্টি— প্রথম কালেক্টর রালফ শেলডন-কালেক্টরের কৰ্ত্তবা-মুরশীদকুলি ধার আমলে বড়বাজার, কলিকাতা প্রভৃতি গ্রামের লোকসংখ্যা বৃদ্ধি ও’জমী সমুহের পরিচয়-কলিকাতায় ধানজমী, তুলার চাষ, তামাকের চাষ প্রভৃতি সম্বন্ধে নানা তথ্য-১৭৯৬ সালের প্রথম জরিপ-প্রজাই-পাট্টার প্রথম পৃষ্টি—একখানি পলাশী—আমলের পাট্টার বাঙ্গল প্রতিলিপি—কোম্পানী বাহাদুরের জমীদারী সেরেস্তা—ব্লাক কালেক্টর বা জমীদার—বাঙ্গালী কালেক্টর নন্দরাম—ষ্ট্রাকজমীদার বা কালেক্টার গোবিন্দরাম মিত্র-পলাশী আমলের কালেক্টার হলওয়েল সাহেব-ইংরাজদের প্রথম আদালতু মেয়র-কোর্ট-সকালে বিচার কার্য্য-নিৰ্ব্বাহ ব্যবস্থ—মবাব মুরশীদকুলীৰ্থার আমলে প্রাচীন কলিকাতা—মিউনিসিপ্যাল ও স্বাস্থ্যরক্ষার বন্দোবস্ত—যত্র তত্র জঙ্গল কাটাইয়া বাড়ীঘর নির্মাণ—জরিমানার টাকা হইতে রাস্ত ঘাট ও নীলা-নর্দমার উন্নতি—প্রাচীন কলিকাতায় ম্যালেরিয়ার প্রকোপ—১৭৫৬ হইতে ১৭৫৬ খৃঃ অন্ধ হইতে কলিকাতার বাড়ী ঘর রাস্তাগলি ও পুষ্করিণী প্রভৃতির সংখা। নবাবী আমলের প্রাচীন কলিকাতা । মুরশীদকুলী খার প্রতিযোগিতা স্বত্ত্বেও, তাহার আমলেই কলিকাতার যথেষ্ট উন্নতি হয়। কলিকাতার এ উন্নতির প্রধান কারণ, ফোর্ট-উইলিয়াম। তখন লোকে ব্যবসা ও কৃষিকাৰ্য্যকেই জীবনের উন্নতির প্রধান কারণস্বরূপ বিবেচনা করিত। চাকরীর জন্ত লোকে-কম লোলুপ হইত। দেশের লোকে যখন বুঝিল-ইংরাজের অতি শক্তিমান জাতি, তাহারা মবাবের বিরুদ্ধাচরণ করিতেও পিছপাও নহেন, বিপদের সময় বিপক্ষ দিগকে রক্ষা করিতে র্তাহারা সিদ্ধহস্ত, আর তাহদের সহিত ব্যবসায়ে লিপ্ত থাকিলে যথেষ্ট লাভ, তখন অনেকে কলিকাতা ও তাহার পার্শ্ববর্তী স্থানে আশ্ৰয় লইল। কেবল বাঙ্গালী নকু, আরমানী, দিনেমার, ডা, भईनेछ #ङ्गउि श्रएनरकहे हेश्ब्रांजयनब्र कर्णिकांठांब्र श्रांअब्र गईंद्रा बनवांग