পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায়। * 88సి TERRETH ( Buzzar. ) ( Contd. ) জীয় কোম্পানী বাহাদুরের সেরে- জমির পরিমাণু স্তীর লিপি SJ SSASAS SSAS SSAS SSAS SSAS S A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS বঘা কাঠ সলজী-বাগান | Green Trade. & > * তামাকের চাষ i Tobacoo. • >> সরসে জমী Sursha (Sarshya) • » ፃ ত্রহ্মোক্তর | Brmottor. وهي Եր কৃপাদি Wells. so শূন্য ভূমি Weste. s 弱 থাত | Ditches. > q বাগান জমী • Gardens. ф > ፃ ১৭০৬ সালে কলিকাতার এক জরীপ হয় । সেই সময়ে যে সমস্ত কাগজপত্ৰ তৈয়রি হইয়াছিল, তাঙ্গ হইতেই আমরা কলিকতা, সুতানুটি, গোবিন্দপুর ও বড়বাজারের জমীর তালিকা দিলাম। এই তালিকা হইতে প্রমাণ হয়, বড়বাজারের ৪৮৮ বিঘা জমীর মধ্যে-৪০০ বিঘা জমীতে ঘরবাড়ী নিৰ্ম্মিত হইয়াছিল। তদ্ভিন্ন এই তিনখানি গ্রামের কোথা ও বা ধান্তক্ষেত্র, কোথাও বা ইক্ষুর চাষ, কোথাও বা তামাকের চাষ, কোথাও বা তুলার চাষ, কোথাও বা সবজী-বাগান, কোথাও বা ফুলের-বাগান প্রভৃতি ছিল। বাকি সমস্ত জমী পতিত—খামার অথবা জঙ্গলাবৃত্ত ছিল। এই ১৯১৩ খ্ৰীষ্টাব্দের বৈদ্যুতিক আলোকময়ী, প্রাসাদতুল্য অট্টালিকা পরিপূর্ণ, বৈজয়ন্তীতুল্য কলিকাতায় বসিয়া, ১৭০৬ অব্দে ইহার অবস্থা ভাবিয়া দেখিলে মনে হয়, কি ছিল, আর কি হইয়াছে ! ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী, এই গ্রামগুলির মালিকানি-স্বত্ব প্রাপ্ত হন নাই । তাহারা কেবলমাত্র জমীণার ছিলেন । প্রজাবিলি দ্বারা খাজনা আদায় করা নগরের উন্নতি-সাধন করা, সুশাসন বন্দোবস্ত করা, বাণিজ্য দ্রব্যাদির শুস্ক আদায় করাও তাহদের কৰ্ত্তব্যভূক্ত ছিল। তাহারা পতিত-জমীসমূহ পাট, কবুলতি স্বারা বিলি করিতেন । কিন্তু বিঘা প্রতি, তিন টাকার উদ্ধে খাজনা বাড়াইবার ক্ষমতা তাহীদের ছিল না । বন-জঞ্জলদি কাটাইয়া জমীকে বাসযোগ্য, উtহার প্রজাবিলি করিতেন । না তান প্রজা থা জন দিতে না fারণে, ঢোল-সরাবত্তে তাহার অস্থাবর সম্পত্তি ক্রোক ¢ ግ