পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায়। 8むや পড়ে। ১৭২• হইতে ১৭৫৬ বা পলাশীযুদ্ধের পূর্ব পর্য্যস্ত, গোবিন্দরাম ব্ল্যাক-জমীদারের পদে নিযুক্ত ছিলেন। গোবিন্দরাম মিত্র, প্রাচীন কলিকাতার মধ্যে একজন অতি দুৰ্দ্ধাস্ত ব্যক্তি ছিলেন। তাহার নামে—বাঘে-গরুতে একত্রে জল খাইভ । হলওয়েল সাহেব কলিকাতার প্রধান কালেক্টার বা জমীদার ছিলেন। গোবিন্দরাম বহুদিন হইতেই “ডেপুটী বা ব্ল্যাক-জমীদার” ছিলেন। সমস্ত কাগজ-পত্ৰ প্তাহার হাতে। এরূপস্থলে হলওয়েল কালেক্টার পদে নিযুক্ত হইয়া, তাহার নিকট কোম্পানীর জমীদারী সেরেস্তার কাগজ-পত্র ও প্রয়োজনীয় হিসাবাদি চাহিয়া পাঠান। কিন্তু গোবিন্দরাম মিত্র, না কি দপের সহিত বলিয়া পাঠান—“ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী আমাদের উভয়েরই মনিব । প্রেসিডেন্টের অনুমতি ভিন্ন আমি আপনাকে কাগজ-পত্র দেখাইতে পারিনা।" যাহা হউক, হলওয়েল ও গোবিন্দরাম উভয়ে মিলিয়া, কয়েক বৎসর একত্রে কাজকৰ্ম্ম করিয়াছিলেন। পলাশীযুদ্ধের পাচবৎসর পূৰ্ব্বে, অর্থাৎ ১৭৫২ খ্ৰীষ্টাব্দে হলওয়েলের সহিত গোবিন্দরাম মিত্রের বিবাদ উপস্থিত হয়। হলওয়েল সাহেব, র্তাহার বিরুদ্ধে কোন্সিলের নিকট তহবিল তছরূপের নালিশ উপস্থিত করেন । ইহার উত্তরে গোবিন্দরাম মিত্র বলিয়াছিলেন—“র্যাহার। আমার মত ডেপুটীগিরি করিয়া গিয়াছেন–র্তাহীদের সকলেই আমার মত স্বত্বাদি উপভোগ করিয়াছেন । আমার মত পদস্থ কৰ্ম্মচারীর পদগৌরব ও মৰ্য্যাদা রক্ষার জন্ত, যেরূপ চাকর-বাকর জাক-জমক ও এলবাব পোষাকের প্রয়োজন—আমার সামান্ত বেতন হইতে তাহা কখনই চলা নিৰ্ব্বাহ হওয়৷ সম্ভবপর নহে ।”f প্রসিদ্ধ ঐতিহাসিক ও ইংরাজের প্রথম আমলের ইতিবৃত্ত লেখক, উইলসন সাহেবও বলিয়াছেন—‘কোম্পানীর কৰ্ম্মচারীরা যে এইরূপ অসদুপায়ে

  • That by reason of many changes in the headship of office, a power in perpetuity devolved on the standing lyeputy, who is always styled the Black Zaminder and such was the tyranny of this mah and such the dread conceived of him that no one durst complain or give information. (Cottom ), 鬱

+ When in 175% Holwell accused Govindarama Mittra of dishonesty. the celebrated “black collector” defended himself by pointing out that every deputy of this dyscription was allowed similar privileges and that he could not frony his wages keep up the e+uipage and attendance necessary for un 麓 of his Station ( Holwel's Tracts Pp 199-97. M