পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৫৩ কলিকাতা সেকালের ও একালের । কাটাইয়াছে। যাহাতে ভবিষ্যতে আর এরূপ গৃহাদি নিৰ্ম্মিত དག་ इ, তজ্জন্ত দুর্গন্ধীরে সাধারণের অবগতির জন্য একটা নোটস দেওয়া হইল।” বলা বাহুল্য এই নোটিসে বিশেষ কিছু ফল হইল না । ১৭৯৫ হইতে ১৭৭৭ খ্ৰীঃ অব্দের মধ্যে কলিকাতায় ম্যালেরিয়া প্রকোপ সমধিক বৃদ্ধি পায় । ইহার ফলে এক বৎসরের মধ্যে কলিকাতার বারশত ইংরাজ অধিবাসীর ৪৬০ জন লোক জরে মৃত্যুমুখে পতিত হয় । কলিকাতার এইরূপ অস্বাস্থ্যকর অবস্থা দেখিয়া কৌন্সিলের কৰ্ত্তারা ১৭০৭ খ্ৰীষ্টাকো একটী ইণসপাতাল নিৰ্ম্মাণের সংকল্প করেন । ১৭১০ খ্ৰীষ্টাব্দে বক্সীর উপর এক আদেশ প্রচারিত হয়, “ফোর্ট-উইলিয়াম ভুর্গের মধ্যে ও আশে পাশে অনেক গাছ-পালা ও চালাঘর আছে। পয়ঃপ্রণালীর বন্দোবস্তও ভাল নাই। এই সমস্ত গাছ-পুলি কাটিয়া ও দুৰ্গন্ধময় নীলা-নর্দামা বুজাইয়। দিয়া, দুর্গের চারিদিকের জল-নিকাশের জন্য নয়ানজুলী কাটিয়া দিতে হইবে । যাহাঁতে দুর্গের চারি পাশের জল, নিকাশ হইয়া বড় বড় পয়নালায় গিয়া পড়ে, তাহার ব্যবস্থ করিতে হইবে।” ১৭২৭ খৃঃ অঝে একটা করপোরেসন বা সমিতি গঠিত হয়। এই করপোরেসনের কৰ্ত্তার পদবী মেয়র ( Mayor ) ছিল, মেয়রের কাৰ্য্যে সাহায্য করিবার る নয়জন সহকারি বা অলডারম্যান নিযুক্ত হন। হলওয়েল সাহেব কলিকাতায় জমিদার রূপে এই সমিতির প্রথম সভাপতি হন ।* জমিদার সাহেব কেবল যে জমীর খাজনা ইত্যাদি আদায়ে ব্যাপৃত থাকিতেন তাত নয়-রাস্তাঘাট নিৰ্ম্মাণ প্রভৃতি কাৰ্য্যও তাহাকে দেখিতে হইত ও তাহার সুবন্দোবস্ত করিতে হইত It 謝 . কিন্তু সহরের রাস্তাঘাট নিৰ্ম্মাণের জন্য যে টাকা বরাদ ছিল, তাহ। অতি অল্প । তাহাতে আশাতুরূপ ফল লাভ হইত না । ১৭২৪ খৃষ্টাব পর্য্যস্ত এই তথাকথিত ক্ষুদ্র মিউনিসিপ্যালিটীর কাজ অতি ধীরে ধীরে চলিয়া আসিয়াছিল। উক্ত বৎসর সর্বপ্রথম “জষ্টিস অফ দি পিস’ পদের স্বাক্ট

  • জমীদারী সেরেস্তায় নায়েবের নীচেষ্ট বক্সীর আসন। কোম্পানী বাহাদুর উtহাদের বিষয় কৰ্ম্মেয় জনা এদেশের জমীদারদিগের নিয়মই অনুসরণ করেন। কিন্তু কোম্পানী বাহাদুরের “বন্ধ" একটু বিভিন্ন প্রকারের। একজন ইংরাজ এই বন্ধীর : i

Mr Roy's W. R. vol. XVIII. + Mr Beverley's C. R. 1876. ( p. 41.)