পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায়। 86:י হাজার মেটে-ঘর, ২৭টি রাস্ত, ৫২টি গলি, ৭৪টি বাইলেন ও ১৩টি পুষ্করিণী ছিল। সহরের স্বাস্থ্যরক্ষার জুন্য, পুষ্করিণীগুলি ক্রমশ: বুজাইয় ফেলা হইতেছিল। এইজন্যই পুষ্করিণীর সংখ্যা কম। পলাশীর-যুদ্ধের পূর্ব পর্য্যন্ত, কিরূপ উপায়ে ধীরে ধীরে কলিকাতার অধিবাসী ও গৃহসংখ্যা বৃদ্ধি হইয়াছিল, তাহার আভাস পূৰ্ব্বোল্লিখিত বিবরণ সমূহ হইতেই পাওয়া যায়। পলাশীযুদ্ধের পর, সহরের নানাস্থানের কিরূপ উন্নতি হইয়াছিল, তাহা আমরা পরে বলিব । ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর জমীদারী ও অষ্টাদশ শতাব্দীর প্রাচীন কলিকাতা সম্বন্ধে-পুরাতন সেরেস্ত হইতে আমরা আরও কিছু নূতন তথ্য সংগ্ৰহ করিয়াছি। ইহার মধ্য হইতে বিশেষ কৌতুহল-জনক ব্যাপারগুলি পরবর্তী অধ্যায়ে আমরা পাঠকের চিত্তরঞ্জন করিব।