পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায় । 8wა(* তাহাকে পুনরায় লাইসেন্স দেওয়া হইল। পূৰ্ব্ব বারের স্বত্ব মতে-চোলাই করিবার জন্য বাৎসরিক ৮•• শত টাকা ও বিক্রয়ের জন্য বাংসরিক ২০০২ টাকা দিতে হুইবে । (Con–I 12. ) আরক এক প্রকার তীব্র মদিরা । তখন এদেশে বিলাত হইতে ভাল মদিরা খুব কমই আসিত। যাহা আসিত, তাহার দামও বেশী । এইজন্ত ”আরক-চাউস” বলিয়া প্রাচীন কলিকাতায় এক শ্রেণীর মদের দোকান ছিল । এখনও কলুটোলাষ্ট্রীটে ফৌজদারি-বালাখানা হইতে কিছুদূরে গেলে, একখানি অতি পুরাতন মদের দোকান দেখিতে পাওয়া যায়। তাহার উপর লেখা আছে—১৭৬৭ খৃঃ অবো স্থাপিত। দুইজন দেশীয় দোকানদারকে—লাইসেন্স দেওয়া হইল। একজনের নাম Gossa ( ঘোষ ? ) অপর ব্যক্তি সরফালী সারঙ্গ । ঘোষ, কলিকাতায় একটা গজার দোকান খুলিতে চাহে । ইহার বাৎসরিক লাইসেন্স ১৮০ এ টাকা । সরফালী জাহাজে খালাসী যোগাইবে । তাহার লাইসেন্স ৩৫ টাকা ধর্য্য হইল । (Con—171 ) মিঙ্গে অ{স ও গোবিন্দ মুড়িীকে ( রেকর্ডে আছে –Govind So dee fFS TFF HA HfTST, " TFTTT Govinda Sunder করিয়াছেন ) আরিক-হাউস বা মদের-দোকান ও হোটেল করিবার লাইসেন্স দেওয়া হইল । (Con. 18o) কোম্পানীর দালাল-নিয়োগ । দীপচাদ বেলা ( বেরা ? ) কোম্পানীর দালাল-পদে নিযুক্ত হইল। দশীয়-ব্যবসায়ীদের নিকট যত টাকার মাল খরিদ হইবে, দীপচাঁদ তাহার প্রতি টাকায় আধপয়সা হিসাবে কমিশন পাইবে। (Con. 85) দীপচাদ বেলা ( বের ) বলিয়া যে ব্যক্তি এতদিন কোম্পানীর দালালী করিয়া আসিতেছিল—সম্প্রতি সে মৃত্যুমুখে পতিত হইয়াছে। এইজন্য এই ফৌত দীপচাদের স্থানে—কোম্পানী জনাৰ্দ্দন শেঠকে উহাদের কের বিক্রয়ের দালালরূপে নিযুক্ত করিলেন। (Con—183 ) রাস্ত মেরামত । দে৭ার অধিবাসীদের নিকট হইতে যে সমস্ত জরিমানার টাকা আদায় উইয়ছে, তাহা কলিকাতার ভাঙ্গ রাস্ত মেরামত ও খানা-নর্দমা बूजॉईबांब्र