পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¶8ፃ8 কলিকাতা সেকালের ও একালের । স্বাছে, ষে তাহাদের গ্রামের জমী-সমূহ সম্বন্ধে যে খাজনা ধাৰ্য্য করা হইয়াছে,—তাহ বড় বেশী। এজন্য তাহ নিম্নলিখিত হারে কমাইয়। দেওয়া হউক । মোট জমীর জমীর প্রজারা যে হারে খাজনা পরিমাণ । বায়নাক্কা । দিতে স্বীকৃত । ৫৭ বিঘা ৯ কঠা . ভদ্রাসন বাট ••• প্রতি বিঘা ২ কেহবা ২॥• ৫১০ * ১১ ” . . . ধানজমী ... ১২ করিয়া বিঘা ৷ ৩৫ ” ১৪ ” ... সবজীক্ষেত্র ... Sllo ” ” ২ ” ” ” ... পানের বোরজ ৩ ” ” ১৩৯ ” ১৬ ” ... তামাকের চাষ २९ ” *, a৯ ” ২ ” ... বাগান - - - و " ه اد " ১২ ” ৩ “ ... কলা বাগান २५ ” ” ৪ ” ১• ” ... বঁাশঝাড় ... ২\ ” ” ১৮ ” ” “ ... তৃণপূর্ণ ভূমি ... ১২ ” ”• (Con.—233) পাঠক উল্লিখিত তালিকা হইতে দেখিবেন—কলিকাতার বর্তমান কেল্লা ও গড়ের মাঠের অধিকৃত স্থান, উল্লিখিত হারেই বিলি হইবার বন্দোবস্ত হয় । তিন টাকার উৰ্দ্ধে, বিঘা বিলির ক্ষমতা কোম্পানীর সনন্দে ছিল না । কিন্তু সেকালে তিন টাকা বিঘা খাজনা দিতেও লোকে আপত্তি করিত। উল্লিখিত তালিকা হইতে প্রমাণ হয়, ধান-জমীর পরিমাণই সৰ্ব্বাপেক্ষা বেশী। তাহার নীচে তামাকের জর্মী। পানের বোরজের জমী মোটে দুই বিঘা কিন্তু তাহার খাজনা সৰ্ব্বাপেক্ষ বেশী। সমস্ত গোবিন্দপুরে তখন মোটে ৫৭ বিঘা ১ কাঠা ভদ্রাসন ছিল। ইহা হইতে প্রমাণ হয়— সুতানুটা ও কলিকাতা অঞ্চলেই—লোক-সংখ্যা কিছু বেশী ছিল। d জমীদারীর আয়-বৃদ্ধি। ১৭•৭ খৃঃ অন্ধের মে হইতে ১৭.৮ খৃঃ অন্ধের এপ্রিল পর্য্যস্ত, জনীদারীর আয়-ব্যয় হইতে জানা যাইতেছে, যে স্বতালুটা, গোবিন্দপুর ও কলিকাতা প্রভৃতি গ্রামের জমীদারীর আয়, এই এক বৎসরে ৫৭৫৬/৬ বৃদ্ধি পাইয়াছে। , (Con—25o) - af o এই আয়-বৃদ্ধি হইতেই প্রমাণ হয়—কলিকাতার পার্শ্ববৰ্ত্তী বন-জঙ্গল