পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায়। 8ሣ¢ কাটান হইয়া, সেই সমস্ত জমী প্রজাবিলি হইতেছিল । এক বৎসরে তিনখানি ক্ষুদ্র গ্রামের পাচ হাজার টাকা রাজস্ব বৃদ্ধি, বড় সহজ কথা নহে ! (Con—25o. ) পাকা আস্তাবল । মাটীতে নিৰ্ম্মিত কোম্পানীর যে সমস্ত আস্তাবলগুলি ছিল, তাহা পড়িয়া যাইতেছে—দেখিয়া, কেন্সিল হুকুম দিলেন, যে বক্সী মিঃ এডাম্স, একটা ইষ্টক-নিৰ্ম্মিত আস্তাবল নিৰ্ম্মাণ করিয়া দিবেন। এরূপভাবে এই অস্তিাবল গৃহট নিৰ্ম্মিত হইবে, যেন তাঙ্গ দীর্ঘস্থায়ী হয়। সুবিধাকর স্থানেই ইহা নিৰ্ম্মিত হওয়া উচিত । (Con.—257) মদের ভাণ্ডার খালি । যে ਛੋਟੇ কোম্পানীর কৰ্ম্মচারীদের ব্যবহারের জন্য বিলাত হইতে মদ আসিতেছে, তাহা এখনও কলিকাতা বন্দরে আসিয়া পৌছয় নাই, অথচ কোম্পানীর চিঙ্গিত ( Covenanted ) কৰ্ম্মচারীদের মদিরার ভাণ্ডার শূন্স হইয়াছে। এজন্য কৌন্সিল আদেশ করিতেছেন—পারস্ত হইতে যে মদিরা ও ফল আসিয়া পৌছিয়াছে, তাহই তাহাদের মধ্যে বিতরণ করা হউক । (Con.—257. ) সাহেব-চোরের নিৰ্ব্বাসন। হান্স ফোট, পিটার হায়ন্তালটন, সাইমন জ্যানসেন ও ভান্‌ একৃ নামক চারিজন সাহেব, কলিকাতার মধ্যে অনেক চুরী করিতেছে, চোরদিগকে আশ্রয় দিয়াছে ও তাঁহাদের চোরাই-মালের বখরা লইয়াছে। এজন্য এই চারিজনকে “হারল্যাণ্ড" জাহাজে করিয়া বিলাতে পাঠাইয়া দেওয়া হইবে। জাহাজে তাহারা মেহনত করিয়া স্ব স্ব খোরাকী জোগাড় করিবে । (Con.—286). লালদীঘির পঙ্কোদ্ধার । আমরা বিলাত হইতে আদেশ পাইয়াছি, কলিকাতা সহরের স্বাস্থ্যোল্পতি করিবার জন্য, ইহার চারিদিকে ড্রেণ করিয়া দিতে হইবে। আমাদের দুর্গের পূৰ্ব্বদিকে যে পুষ্করিণী আছে, তাহার আয়তন তত বিস্তৃত নহে। মার্চ এপ্রেল মাসে, গঙ্গার জল খারাপ হয় ও তাহা ব্যবহার করা যায় না। এজন্য কোম্পানীর কৰ্ম্মচারিগণের উৎকৃষ্ট পানীয়-জলের ব্যবস্থার জন্য, এই পুষ্করিণী