পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলি কাতা সেকালের ও একালের । o مراسر 8 পিতা জন হামিলটনকে দিলাম। তিনি তাহার মৃত্যুকালে, আমার সহোদর ও সহোদরাগণকে তাহ সমাংশে ভাগ করিয়া দিবেন। ৭। আমার খুড়তুতো ভগ্নী আশ হামিলটন- যিনি এখন বিলাতে আছেন, তাহাকে পাচশত পাউণ্ড দিলাম। ৮। আমি মিঃ জন সরমানকে আমার ট্রষ্টি নিযুক্ত করিলাম। সম্রাট ফরকশিয়ার আমাকে যে বহুমূল্য হীরকাঙ্গুরী ও মণিখচিত—কলগাটা দিয়াছিলেন, তাহা আমি এই সরমান সাহেবকে দান করিলাম। ইহাই আমার শেষ উইল । সূৰ্য্যগড়ে-—নদীবক্ষে বোটের উপর বসিয়া আমি এই উইল লিখিলাম। এখানে ষ্ট্যাম্প কাগজ পাওয়া যাইবে না ৰলিয়া, সাদা কাগজেই উইল লেখা হইল। সম্ভবতঃ দিল্লী হইতে কলিকাতা প্রত্যাগমনের পথে নুদীবক্ষে বসিয়া হামিলটন তাহার শেষ ইচ্ছাপত্র প্রস্তুত করেন ! উল্লিপিত উইল হইতে জানা যায়, তিনি সম্রাটের নিকট হইতে যে সমস্ত বহুমূল্য অঙ্গুরীয়কাদি পাইয়াছিলেন—তাহার সবই বন্ধুবর্গের মধ্যে বিতরণ করিয়া যান । , ১৭০৪ হইতে—১৭১৮ খৃঃ অন্দ পর্য্যস্ত কোম্পানীর, পুরাতন-সেরেস্তায় সেকালের কলিকাতা সম্বন্ধে, যাহ। কিছু সংগ্ৰহ করিতে পারিয়াছি, তাহ। পূর্বের কয়েক পৃষ্ঠায় বলা হইল। যে সকল প্রসঙ্গ পাঠকের চিত্তরুচিকর হইবে, তাহাই বাছিয়া বাছিয়া উদ্ধত করা হইয়াছে। এগুলি এপর্যান্ত বঙ্গভাস্নায় অপ্রকাশিত ছিল। এগুলি হইতে পাঠক কোম্পানী বাহাদুরের জমীদারীর আয়-ব্যয়, সেকালের কার্য্যপ্রণালী ও অন্যান্য ব্যাপারের বিবিধ তথ্য অবগত হইবেন । প্রত্যেক বিষয়ের শেষে ইংরাজী অক্ষরে যে সংখ্যা দেওয়া হইয়াছে—তাহ কোম্পানীর সেরেস্তার মন্তব্যের সংখ্যা । ইতিপূৰ্ব্বে আমরা কোম্পানী-বাহাদুরের পুরাতন সেরেস্ত হইতে বিবিধ প্রয়োজনীয় অংশ উদ্ধত করিয়া নবাব মুরশীদকুলী খাঁর আমলের কলিকাতা সুতালুট ও গোবিন্দপুরের জমীদারীর কথা, আভ্যন্তরিণ ব্যবস্থার কথা, পুলিস ও ফৌজদারির কথা পাঠকবর্গকে জানাইয়াছি। এইবার সেকালের কলিকাতা সহরের অবস্থা, সেকালের ইংরাজদের সমাজ প্রভৃতি সম্বন্ধে দুই চারি কথা বলিয়া এ প্রস্তাব শেষ করিব। * * পাঠক ! একবার লেখকের সঙ্গে, বর্তমান গ্যাসমালা-শোভিত, প্রস্তর রেলিং বেষ্টিত লালদীঘির মধ্যে প্রবেশ করুন। লালদীঘ্নিকেই মধ্য-কেন্দ্র করিয়া সেই অষ্টাদশ শতাব্দীর কলিকাতাকে কল্পনার চক্ষে দেখিতে হইবে।