পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

リ為、 কলিকাতা;সেকালের ও একালের । বা ধৰ্ম্মতলা বলিয়া কথিত, তাহার অধিকাংশই জঙ্গলপূর্ণ ছিল। তবে এই জঙ্গলের মধ্যে কোথাও বা গোচরণ-ভূমি, কোথাও বা বিশৃঙ্খলভাবে নিৰ্ম্মিত দুই চারিট গ্রাম্য-কুটার। সেই সময়ে ইংরাজগণ প্রাচীন-দুর্গের ও লালদীঘির আশেপাশের অধিকৃত ভূভাগে বাস করিতেন। প্রাচীন-ভুর্গের সন্নিকটে ইংরাজ-পত্নী স্থাপিত হওয়ায়, এ স্থানটার চারিদিকে ও রাস্তার দুইধারে বৃক্ষাদি রোপিত হইয়াছিল, রাস্ত ঘটিও নিৰ্ম্মিত হইয়াছিল –এবং পার্শ্বস্থ পল্লভূমিও অনেকটা পরিস্কার পরিচ্ছন্ন ছিল ।* তখন টানাপাথার রেওয়াজ ছিল না। সেকালের সাহেবদের এই সব বাটতে শাসী-খড়খড়ি দূলিত না । বেতের জানাল ও প্যানেল আঁটা দরোজাগুলি তখন সাহেবদের বাড়ীর-সৌন্দৰ্য্য-বৰ্দ্ধন করিত। সে সময়ে কলিকাতায় গাড়ী-ঘোড়ার প্রচলনও হয় নাই। পালকী তখনকার প্রধান যান। গাড়ী চলিবার মত কোন পাকা ও প্রশস্ত রাস্তাই তখন কলিকাতায় ছিল না + আজকাল যাহা ক্লাইভ-স্ট্রীট বলিয়া সাধারণে পরিচিত, দুইশতাধিক বৎসর পূৰ্ব্বে, তাহাই প্রাচীন কলিকাতার “সাহেবী-কোয়ার্টার” ছিল। প্রাসাদ-সৌন্দর্য্যময়ী চৌরঙ্গী, তখনু জঙ্গলের মধ্যে শাৰ্দ্দ, ও বহুবরাহের ক্রীড়াভূমি, দক্ষ্য ও চোরের প্রধান আশ্রয়-কেন্দ্র ছিল। এই ক্লাইভ-স্ট্রীটই তখন সুরাসর বড়বাজার পর্য্যস্ত গিয়াছিল ও ইহাই কলিকাতার প্রধান বন্ধু বলিয়া পূরিগণিত হইত। তখন ইহার নাম ক্লাইভ ট্রট ছিল না—কি ছিল, তাহীও প্রকাশ নাই। তবে ইংরাজেরা এই পথটকে Road to Great Bazar বলিয়াই উল্লেখ করিতেন। sqa (Old Court House Street ) seg cyfË-gfÈH ÈLÈH corfn অস্তিত্বই ছিল না। আজকাল যে রাস্তাট ওয়েষ্ট-এও ওয়াচ কোম্পানীর a Round thcir little Fort and close to it, if not elegant houses, a church, a court-house and the like, laid-out walks, planted trees that made their own district ncat clean and convenient—Price's Observations. &# cost-gfúñ oro Old Court House Street of No.3% oftto I ofton হ্যামিলটন লিথিয়া গিয়াছেন,—ইংরাজ ও দেশীয় অধিবাসীরা তপন স্ব স্ব আবাসস্থানের চারিদিকে বাগান নিৰ্ম্মাণ করিতেন। প্রত্যেক সাহেব অধিবাসীর বাসগৃহ-সংলগ্ন এক এক খানি বাগান ছিল। এই সমস্ত বাড়ী ও বাগান সম্ভবতঃ বর্তমান ক্লাইভ ষ্ট্রটের কিয়দংশ, রাইটাস"বিল্ডিংএরপশ্চাদ্ভাগ ও চীনাবাজারের কতকাংশ স্থান ব্যাপিয়৷ ছিল। + Carriages they had none for there were no carriage-roads in the country then, nor for many years after (Hamilton's Account).