পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায় t6ళt জাফিস, লালবাজারে স্থানান্তরিত হয়। লালবাজারে যেখানে পূৰ্ব্বে carises Nephewএর অফিস-বাট ছিল, তাহার নিকটেই কালেক্টরের আপিস স্থাপিত হয়। ১৭৮২ খ্ৰীঃ অল পৰ্য্যন্ত, ইহ। ঐ মানেই থাকে। ১৭৮২ খ্ৰীঃ অদ হইতে ১৮২• অন্ধ পৰ্য্যন্ত, ইহা কোথায় প্রতিষ্ঠিত ছিল তাহার কোন প্রমাণ পাওয়া যায় না। ১৮২ খ অন্ধে এই কালেক্টরী অফিস, চৌরঙ্গী সদর রাস্তার সহিত যেখানে পার্ক স্ত্রীটের মিলন হইয়াছে, সেই স্থানে উঠিয়া যায়। ১৮৩০ খৃঃ অব্দে, ইহা চার্চ লেনে পুরাতন টাকশাল অফিসে উঠিয়া আসে। এই পুরাতন টাকশাল অফিসের অধিকৃত স্থানেই, আজকালকার ষ্ট্যাম্প ও ষ্টেশনারি অফিস-ভবন নিৰ্ম্মিত হইয়াছে। এই স্থানেই পঞ্চাশ বৎসর কাল ইহা প্রতিষ্ঠিত থাকে। তৎপরে উহা পুনরায় বাকশাল ষ্ট্রীটে উঠিয়া যায়। এখন ইহা চার্শক-প্লেসে-জেনেরাল পোষ্ট্র অফিসের পাtশ্বর ত্রিতল বাটাতে বৰ্ত্তমান। ১৭২ খ অস্বে ইহা ঠিক এই স্থানেই ছিল। ইহাই কলিকাতা কালেক্টারি অফিসের বৈচিত্রময় গতি ও পরিণতি । - পলাশী-যুদ্ধের পরেও আমরা দেখিতে পাই, সেকালের ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর অনেক কৰ্ম্মচারী কলিকতা, স্বতালুট ও তাহার আশে পাশের অনেক স্থানে জমী জমা লইয়াছিলেন। তাহারা অবশ্য কালেক্‌টারের নিকট হইতে পাট্ট কবুলতির দ্বারা জমি জমা লইতেন । এই জমার হার বিশেষ সুবিধাজনক ছিল। ইষ্ট-ইণ্ডিয়। কোম্পানীর প্রধান প্রধান কৰ্ম্মচারিদের অনেকেই স্বনামে বেনামে, অনেক বহুমূল্য সম্পত্তির অধিকারী হইয়াছিলেন।f সেকালের এইরূপ কতকগুলি পাট্টার সারসংগ্ৰহ করিয়া আমরা নিয়ে প্রকাশ করিলাম । (১) পিটার অমিয়াট সাহেব, ইতিহাসে প্রসিদ্ধ। ইনি কালেকটারের কাজও করিতেন । এই অামিয়াট সাহেবও রায়তী, ঠিক, পতিত খামার জমীতে প্রায় ২৮৫ বিঘা ৬ কাঠা জমী পাট্টা করিয়া, লরেন । , আমিরাবাদ পরগণার চিৎপুর মুঞ্চলে, এই সমস্ত জমী ছিল । ইহার

  • Report on Old Calcutta Collectorate.-R. Sterndale. p. 47.

+ Nearly every servant of the Company owned valuable property. in Calcuttä held under Pottah from the Collector. (Sterndale's Report. ) o - -- P. 43. - Goß