পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯৬ কলিকাতা সেকালের ও একালের । बां९गब्रिक थांजमा २e>v• ।। ०१७s ९ः चरक थरे थाभिद्रt$ गांप्श्र কালেষ্টারের পদে নিযুক্ত হন। - ( ૨ ) ૩૧અ ૧ : অন্ধে ভাঙ্গিটাট সাহেব—“কোম্পানীর প্রয়োজন मा হওয়া পৰ্য্যস্ত এই করারে ৬৩১ বিঘা ১১ কাঠা জমী পাট্টা করিয়া লরেন। এই সমস্ত জমীর অধিকাংশই বিবৃজী (বর্তমান বিজাতলা) ও চক্রবেড়ে অর্থাৎ ভবানীপুর অঞ্চলে ছিল। ইহার বাৎসরিক খাজনা ৭৮৯২ টাকা ধাৰ্য্য হয় । ভাঙ্গিটাট পরে এই সম্পত্তি চার্লস সর্টকে বিক্রয় করেন । সট’ সাহেব এই জমীর কতকাংশ স্থানে বাজার স্থাপন করিয়াছিলেন। বর্তমান কালে একটা রাস্ত (সট বাজার ট্রট) এখনও সট সাহেবের স্থতি রক্ষা করিতেছে । - (৩) কোম্পানী বাহাদ্বরের কাছারীতে ডি, অলিভায়ের বলিয়া একজন পটুগীজ চাকরী করিত। পলাশী-যুদ্ধের পর বৎসর অর্থাৎ ১৭৫৮ খৃঃ অবা হইতে দশ বৎসরের জন্য, এ ব্যক্তি অনেকগুলি জমী পাট্টা করিয়া লয় । পাট্টার করার এই—“ধৰ্ম্মার্থে মলঙ্গাতে তিনি একটা পুষ্করিণী খনন, করিয়া দিবেন” । কোম্পানীর ভূত্য বলিয়া অলিভায়ের বিনা খাজনায় এই জমী জমা পাইয়াছিলেন। g কলেক্টার সাহেবের বহিতে এ সম্বন্ধে এক মস্তব্যে লিখিত আছে—“কাছারীর কৰ্ম্মচারী বলিয়া খাজনা মহকুব করা হইল।” (The rent is excused being Cutchary servant.) এই ডি অলিভায়ের ভবিষ্যতে মির্জাপুর অঞ্চলেও জনী জমা লইয়াছিলেন । মির্জাপুরের জমীর জন্ত তাহাকে প্রতি বিঘা বাৎসরিক তিম টাকা খাজনা দিতে হইত। ( e ) কোম্পানী বাহাদুরের সামান্ত ভৃত্যগণ পৰ্য্যস্ত, উহাদের নিকট অনুগ্রহ লাভে বঞ্চিত হইত না । মামুল্লা সেখ, কালেক্টর সাহেবের সর্দার জমাদার ছিল । এই মামুল্লার নামে প্রদত্ত ১৭৬৩ খৃঃ অব্দের একখানি পাট্ট হইতে প্রমাণ হয়—“ধৰ্ম্মার্থে ব্যবহারের জন্ত কালেক্টার সাহেবের জমাদার সেথ মাহুল্লাকে এই জমীগুলি লাখরাজরূপে মোকররি পাষ্ট্র দেওয়া হইল।” কিন্তু মাহুল্প জমাদার, বেশীদিন এ সোঁক্ষাগ্য সম্ভোগ করিতে পায় নাই। ১৭৬৭ খঃ অৰে তাহার মৃত্যু হইলে—তাহার বিধবাপত্নী স্বতালুটার মধ্যে তাহার বাড়ী ও জমীসমূহ উনিশ শত আর্কট-মুদ্রীয় বিক্রয় করে । (*) ১৭৫৮খ, ভদের অর্থাৎ পলাশী-যুদ্ধের পরবর্তী বৎসরের একখালি পাট হইতে দেখা যায়—“আরকুলী, মিল, নূতন গোবিন্ধপুর প্রভৃতি