পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৭৮: কলিকাতা সেকালের ও একালের । , প্রতি বিঘা তিন টাকা করিয়া খাজনার গড়-পড়তা একটা হার ধরিলে ইহা ১৮৬১৫ টাকায় দাড়ায়। সিঙ্ক টাকাকে বর্তমানের চলিত টাকার পরিবর্তিত করিলে ১৯৮৪৫ টাকা হয়। হলওয়েল সাহেবের আমলে (১৭৫২ খ্ৰীষ্টাব্দ ) অর্থাৎ সেরাজউদ্দৌলা কর্তৃক কলিকাতা আক্রমণের চরি বৎসর পূৰ্ব্বে, এই সহর কলিকাতা ও পার্শ্ববর্তী গ্রামসমূহ হইতে প্রায় ২০ হাজার টাকা জমীর খাজনা স্বরূপ আদায় হইত। জমীর খাজনা ব্যতীত Town Duty “টাউন-ডিউট” বলিয়। কোম্পানী ৰাছাছুরের আর একটা আয়ের বাব ছিল। কলিকাতার বাজার ও গঙ্গসমূহে যে সমস্ত দ্রব্য বিক্রয় হইত, তাহার উপর ডিউটী বা শুত্ত্ব আদায় করা হইত। হলওয়েলের আমলের পূৰ্ব্বে, এই সমস্ত ডিউটার বিশদ বৃত্তাত্ত কিছুই নাই বা পাওয়া যায় না। কিন্তু হলওয়েল সাহেব কলিকাতায় জমাদার রূপে এই সমস্ত ডিউটী বা শুল্কের একটা তালিকা দিয়া গিয়াছেন। তাহ হইতে জানা যায়, প্রাচীন কলিকাতার গঞ্জ বা বাজারসমূহে,কিরূপ প্রকারের দ্রব্যদি বিক্রয় হইত। আমরা যে সময়ের কথা বলিতেছি, তখন গোৱিন্দপুর, মণ্ডীবাজার, স্বতালুট-বাজার, শোভাবাজার প্রভৃতি বেশ জাকাইয়। উঠিয়াছিল। সাধারণতঃ–ধান, চাউল, ছোলা, প্রভৃতি শস্যের উপর ডিউটী আদায় করা হইত। এতদ্ব্যতীত, তামাক, ঘৃত, মাদুর, গৃহপালিত পশু পক্ষী, সুতা, জপের মালা, কাপড়, তৈল, চট ও থলে, কাপাস, নানাবিধ শস্য ও পান প্রভৃতি যjহ কলিকাতা হইতে অন্তত্র চালান যাইত, তাহার উপরও চালানী-ডিউটী আদায় হইত। এক কথায়, ইংরাজীতে যাহাকে “Common food or the common necessaries of life on (wifts àow-off; উপযোগী খাদ্য ও অম্লান্ত প্রয়োজনীয় দ্রব্যের ) আমদানী-রপ্তানীর উপর, এই পুরাকালে, নির্দিষ্ট হার অনুসারে শুষ্ক আদায় করা হইত। সুতানুটা বাজার ও শোভাবাজার। - স্বতাঙ্কুট বাজার সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার বসিত। এই সমস্ত ৰাজার যাহার জমা ছিল, সে ব্যক্তি নিম্নলিখিত ব্যবসায়ী ও ব্যবসায় স্ত্রব্যগুলির উপর শুষ্ক বা তোলা অাদার করিত । go of _{ ১ ) কড়িবিক্রেতা (৪) সর্ষপদি তৈলের দোকান (২) স্বতা • ( 4 ) লৌহ লক্কড়ের জিনিস ( $ ) ঔষধের দোকান (*) . টায়ার (?)