পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবাব আলিবদর আমল—বৰ্গীর হাঙ্গাম—বগীবিভীষিকায় বঙ্গের অবস্থা মহারাষ্ট্র পুরাণ—বা বর্গীর হাঙ্গামের বৃত্তান্ত সম্বলিত প্রাচীন পুথি—এই হাঙ্গামের সময় কলিকাতার অবস্থা—নানাস্থান হইতে লোকজনের কলিকাতা প্রবেশ—কলিকাতা সুরক্ষিত করিবার জন্য খাত খনন কল্পন!—নবাবের নিকট এই খাত খননের অনুমতি গ্রহণ-মারহট্ট-ডিচ বা থাত—এই থাতের পূর্ণ বিবরণ ও স্থান নির্দেশ-কলিকাতাবাসী বাঙ্গালীদের এই গীতখনন ব্যাপারে সাহায্য—এই খাতের পরিণামে বর্তমান সারকুলার রোডের স্বন্ধি-১৭৪২ খৃষ্টাব্দে অর্থাৎ বগীর হাঙ্গামার সময় কলিকাত সহরের অবস্থা–কলিকাতার চারিদিকে রক্ষাবন্ধনী বা প্যালিসেড —এই প্যালিসেডের মধ্যবর্তী স্থান সমূহের পরিচয়— কাপ্তেন উইলসের ১৭৫৩ খ্ৰীঃঅব্দের কলিকাতার নক্স—এই নক্সা-বর্ণিত বাটী গুলির বর্তমান কালে সমাবেশস্থান নির্ণয়—সেকালের কলিকাতার ইংরাজ কোয়াটারের পরিচয়--পলাশী আমলে বড় বড় ইংরাজদের বাটী—রামকৃষ্ণ শেঠ ও উমিচাদের আবাস স্থান নির্ণয়—হলওয়েলের বাটী—ক্লাইভের আবাস স্থান প্রভৃতির পরিচয়--পলাশী আমলের পূৰ্ব্বে দেশীয় সহরাংশের অবস্থা-ফৌজদারী বালাখানা। ১৭৩৭ খ্ৰীঃ অব্দে, কলিকাতায় এক মহাঝড় হয়, এ ভীষণ ঝড়ের পরিচয় পাঠক ইতিপূৰ্ব্বে পাইয়াছেন। এই ভীষণ ও প্রচণ্ড-ঝটিকাজনিত ক্ষতি সহ করিয়াও প্রাচীন কলিকাতা, আবার ধীরগতিতে উন্নতিরপথে অগ্রসর হইতে ছিল। কিন্তু ইহার পাচ বৎসর পরে সমগ্র বঙ্গদেশ ব্যাপ্লিয়া,আবার এক মহা উৎপাত উপস্থিত হয়। ইহাই ইতিহাসে “বৰ্গীর-হাঙ্গামা” বলিয়া প্রসিদ্ধ। নবাব আলিবর্দির খণর আমলে, এই বর্গীয় হাঙ্গামা উপস্থিত হইয়াছিল। বর্গানামধারী মহারাষ্ট্রীয় দমু্যদের উৎপাতে, সমস্ত বঙ্গদেশ শ্মশানবৎ হইয়া পড়ে। বগীরা নগর গ্রাম জ্বালাইয়া, লোকজনকে হত্যা করিয়া, নিরীহ প্রজার সর্বস্ব লুঠ করিয়া, সোণার বাঙ্গলার সৰ্ব্বনাশ করিয়া যায়। “ঐ বগী আসিতেছে" একথা শুনিলেই, বাঙ্গালী স্ত্রীলোক ও পুরুষেরা ভয়ে থরহরি কঁপিয়া উঠিত, কে কোথায় পলাইয় প্রাণ রক্ষা করিবে স্থির করিতে পারিত না । মাতৃ-ক্রেড়ে নিরীহ শিশুও এই মহারাষ্ট্রীয়জাতির কলঙ্ক স্বরূপ, অত্যাচারী লুন্ঠনকারী বর্গীদের নামে শিহরিয়া উঠিত। বঙ্গদেশে এই বৰ্গী হাঙ্গামার স্বতি-রক্ষার জন্ত, একটা ঘুমপাড়ানিয়া গীতের স্বষ্টি