পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায়। . &&. বিরচিত। সুতরাং ধরিতে গেলে, ইহা ১৬২ বৎসরের পুরাতন গ্রন্থ। ময়মনসিংহে এই পুথিখানির হস্তলিপি পাওয়া যায়। পরে ইহা সাহিত্য পরিষৎ পত্রিকায় অবিকল প্রকাশিত হয় ।* আমরা এই কাব্যথানির বানান প্রণালী সেকালের মতই রাখিলাম । ইহা হইতে পাঠক দেড় শত বৎসর পূৰ্ব্বের বাঙ্গালী ভাষার নমুনাও দেখিতে পাইবেন । 賺 মহারাষ্ট্র-পূরাণ # (১৬২ বৎসর পূৰ্ব্বে রচিত)। ( বাঙ্গালীকবির লিখিত বৰ্গীর হাঙ্গামার বৃত্তান্ত )। —: "(x)":— প্রথম কাণ্ড । শ্ৰীশ্ৰীকৃষ্ণ । রাধাকৃষ্ণ নাহি ভজে পাপমতি হইএশ । রাত্র দিন কুড়া করে পরস্ত্রী লইএশ ॥ শ্ৰষ্কার কৌতুকে জিব থাকে সৰ্ব্বক্ষণ । হেন নাহি জানে সেই কি হবে কথন । পরহিংসা পরনিন্দ করে রাত্র দিনে । এ সকল কথ। বিনে অন্য নাহি মনে ॥

  • প্রসিদ্ধ ঐতিহাসিক কালীপ্রসন্ন বাবু, উহার "বাঙ্গলার ইতিহাসে" এই পুথি উদ্ধৃত করিয়াছেন। তাহীর মতে “এই পুস্তকের বর্ণনার মধ্যে—ঐতিহাসিক তথ্য এত নিহিত রহিয়াছে, যে দেখিলে চমৎকুত হইতে হয়। ঘটনার যথাযথ বর্ণনা ও নবাব আলিবন্দী খায়ের দরবারের অনেকের সঠিক নাম নির্দেশ দেখিয়া, ইহা যে অভিজ্ঞ লোকের লিখিত, তাহাতে কোন সন্দেহ থাকে না। পারিষদের সংগৃহীত পুথি, ভাঙ্গর পণ্ডিতের নিধনের ঠিক আট বৎসর পরে নকল করা। এই পুথিখানি ময়মনসিংহে পাওয়া গিয়াছে। কিন্তু ইহা রাঢ়ের লোকের লিখিত কি, মুর্শিদাবাদ প্রবাসী ময়মনসিংহের কোন বাক্তির রচিত, তাহ স্থির করা কঠিন। মুর্শিদাবাদ অঞ্চলের গ্রামগুলির যথাস্থানে নির্দেশ হইতে দেখা যায়—যে কবির এ অঞ্চল বিলক্ষণ জানা ছিল। ইহা হইতে একটা নুশুন কথা জানিতে পারা যায়, যে ভাস্কর

পণ্ডিত দাইহাটে দুর্গোৎসব করিয়াছিলেন।” ( কালীপ্রসন্ন বাবুর বাঙ্গলার ইতিহাস পরিশিষ্ট পাদটীক । )

  • সাহিত্য-পরিষং পত্রিকা হইতে উদ্ধত ।