পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায় । ৫২৯ সেতারা ছাড়িয়। তবে বিজাপুর আইলা তবে এক রাত্রি রইল। সেইখানে । রাগরঙ্গ হইল জত নাটুয়া নাচিল কত কটক চলিল পর দিনে ॥ গ্রাম উপবন কত e লস্কর এড়াএ জত নাগপুর অসি উপনিত । " সেথান ছাড়িয়া জলে লস্কর যাইলা তবে পঞ্চকোটে অসিলা তরিত ॥ ডাক দিয়া দুতকে ভাস্কর কছিল তাকে নবাব আছে কেনিথানে । অজ্ঞ; দিলা সেনাপতি স্থত চলে সিগ্রগতি - নবাব স্লাছে জেইখানে ॥ দুত স্বাদ লইয়া সি গ্ৰ চলিল ধাইয়। আসিয়া কহিল তার স্থানে । বৰ্দ্ধমান সস্তরে রাণির দিঘির পরে নবাব আছে সেইখানে ॥ দুত মুখে মুনি কখা ভাস্কর চলিল তখ৷ লস্কর লইয়া নিসাতে । লস্কর নিসদে জাএ কেহ নাহি জানে তাএ আইলা বৈসাখ উনিশাতে ॥ বৈসাথের উনিশ জাএ বরগি আইল তাএ মঙ্গ। য়ানন্দিত হইয়া মনে । বিরভুই বামে থুইয়। গেণঅtল ভুইর কাছ হইয়া আসিয়া ঘেরিল বৰ্দ্ধমানে ॥ তবে বরগীর লস্করে চতুৰ্দ্দিগে আসি ঘিরে ক্তরকার। কেহ নাহি জানে । দুই প্রহর রাইতে হরকরা আইলা তাথে আসী কৈল রাজারাম স্থানে ॥ রজনি প্রভাত হইল রাজারাম হরকার। মাইল আসিয়া কহিল নবাবেরে।