পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(:8e কলিকাতা সেকালের ও একালের । আসাড় মাসের দেওয়া ঘন বরিষণ । অজএ ভাসিয়া গঙ্গা ভরিল তখন ॥ গঙ্গা ভরিল যদি ইপার উপর। তবে বরগী লুটিবারে নাহি পাএ আর ॥ কাটঞা ভাওসিংহ বেড়া ডাইহাট নিয়া । চাইরদিগে বরগী ছায়নি কৈল গিয়া। গ্রামে গ্রামে জত জমিদার ছিল । তারা সবে আসি ভাস্ককে মিলিল ॥ গ্রামে গ্রামে যত তাগিদার গেল । তারা সব জগইয়া খঞ্জন সাদিতে লাগিল ॥ এথা মির হবিব লইয়া কিছু সুন বিবরণ। ফরাসবন্দির পর্তন করিলা তখন ॥ বড় বড় নৌকা যেখানে যত ছিল। বেগার ধরিয়া সব নৌকা আনিল ॥ ইপারে:উপারে লাহাস দিল তানাইয়া। নৌক সব তার মধ্যে রাখিল বান্ধিয়া ॥ গ্রামে গ্রামে হইতে আনে যত বাস। নৌকার উপর বিছাইয়া বান্ধেন ফরাস ॥ ঘাস চাটাই তার উপরেত দিল । পাইছাএ পাইছা এ মাটী ফেলিতে লাগিল। মাটী ফেলিয়া তবে করে বরাবর। হাজারে হাজারে ঘোড়া জীএ তার উপর ॥ ডাঞিহাটের ঘাটে যদি পুল বাধা গেল । কত সত বরগী তারা লুটিতে চলিল। এখা ভাস্কর লইয়া কিছু সুন বিবরণ। জেরুপে ডাঞিহাটে কৈলা পূজা আরম্ভন ॥ তবে গ্রামে গ্রামে যত জমিদার ছিল । তা সভারে ডাক দিয়া নিকটে আনিল ॥ কহিতে লাগিল তবে তা সভার ঠাঞি । জগতজননি মায়ের পূজা করিতে চাই ॥