পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

氹纽8 কলিকাতা সেকালের ও একালের । জত লঙ্কর তারা পিছে হুইটা ছিল । আপন আপন মোরচাএ সভাই আইল ॥ তবে বল মহাতাব সব জালিয়াত দিল । বরকলাজের পর মোরচাএ লাগিল ৷ হাজারে হাজারে অ্যাওয়াজ হয় একিবারে । তাড়াইয়া বরগি সব দেখে উপারে। এই মতে নবাবের ফৌজ আছে বরাবরে। এথা জয়দি আহম্মদ খা আইল উদ্ধারণপুরে। বড় বড় পাটেলি সাথে আইস ছিল । জুড়িনা বাধিয়া গুদার লাগাইল ॥ উদ্ধরণপুরে যত ফৌজ পার কৈলা । যুজয়ের ধারে আইস সব দাড়াইলা । পুনরপি জুড়িনা আইনা লাগাইল । দশ হাজার ফৌজ নিসদে পার হৈল। বাইস সও লোক মুৰ্দ্ধা রতন হাজারি । পাটেলির উপরে তারা সতে চড়ি ॥ যেইমাত্র পাটেলি আইল মধ্যখানে । তলা ফাটায়া ভূবিল সেইস্থানে ॥ পাটেলি তুবিল ফৌজে হইল কলরব। উপারে বরগীর ফৌজ জানিলা সব। মোগল আইল আইল পইল হড়বড়ি । তখন ঘোড়ায় চড়িয়া বরগী জাএ দউড়া দউড়ি ৷ বরগির-লস্করে যদি পইল হড়বড় । হেনকালে বহইনাতে ধুরিলা ডেহড়। এক এক ঘোড়ায় দুই দুই বরগি চড়িয়া। দ্রব্য সামগ্ৰী কত জাএ ফেলাইয়া ॥ गशशैौ अट्टेशैौ छूई श्रृंछ कबैि । ভাস্কর পলাইয়া জাএ প্রতিমা ছাড়ি ॥ মিষ্টান্ন সামগ্রী ছিল যত কাছে। ৰহনির লুটিতে লাগিল তার পাছে ॥