পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায় । - 登8む ছাগ মৎস্য মহিষ জাহা যত ছিল। বহুনিয়া আসিয়া সব লুটিতে লাগিল । এই মতে সামগ্রী জুটে বহুনিয়া । $సి হোতা ফৌজ লইয়া ভাস্কর গেল পলাইয়া। ভাস্কর পলাইয়ে যদি গেল অনেক দূরে। জয়নি। আহাম্মদ খ” সুলিল তার পরে ॥ সাদিয়ামা নহবত কত বাজে থরে থরে । ফকির ফুকুবাকে খএরাত কত করে। আশ্বিন মাসে ভাস্কর গেল পলাইয়া। চৈত্র মাসে পুনরূপি আইল সাজিয়া ॥ জেই মাত্রে পুনরূপি ভাস্কর আইল । তবে সরদার সকলকে ভাকিয়া কহিল ॥ স্ত্রী পুরুষ আদি করি যতেক দেখিবা । তলয়ার খুলিয়া সব তাহারে কাটিব ॥ এতেক বচন জদি বলিল সরদার । চতুদিকে লুটে কাটে বোলে মারমার ॥ ব্রাহ্মণ বৈষ্ণব যত সন্ন্যাসী ছিল । গোহত্য স্ত্রীহত্যা সত সত কৈল ॥ হাজারে হাজারে পাপ কৈল দুৰ্ম্মতি । লোকের বিপত্য দেখি রুষিলা পাৰ্ব্বতী । পাপিষ্ট মারিতে আদেশিলা পসুপতি। ব্রাহ্মণ বৈষ্ণব হত্যা কৈল পাপমতি ॥ ব্ৰাহ্মণ বৈষ্ণবের হিংসা দেথিবীরে নারি। এতেক কহিয়া তবে রুসিলা শঙ্করী ॥ ভৈরবি জোগিনী জত নিকটে ছিল । জোড়হস্ত কৈরা তারা ছমুতে ডাড়াইল ॥ তবে দুর্গ কহে সুন যতেক ভৈরবী। ভাস্করকে বাম হইয়া নবাবকে সদয় হবি ৷ এতেক বলিয়া দুর্গা করিলা গমন । এখন জেরূপেতে ভাস্কর মৈল মুন ববরণ ॥