পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । জানকীরাম কহে গঙ্গাজল সালগ্রাম লইয়। . কিছু চিস্তা নাই তোমাকে আনিব মিলাইয়া ॥ এতেক শুনিয়া-ভাস্কর কোলে ভাল ভাল ৷ মুস্তাফা খা বলে তবে শীঘ্ৰ কইরা চল । ভাস্কর বোলে সাথে ফোজ নিব কত । জানকীরাম বোলে তোমার মনে লয় জত । আলি ভাই বোলে ফৌজে নাহি কাম । জন দশ বারো লোক সঙ্গে কইরা জান ॥ মিৰ্ত্তকাল হইলে যেন মতিচ্ছন্ন পাএ। আলি ভাইএর কথায় ভাস্কর ভূইল ষাএ ॥ প্রথমে বৈশাখ মাস শুক্রবার দিনে । ভাস্কর চলিল মিলিতে নবাবের সনে ৷ আলি ভাই আদি করি বাইস জনা যাইল। পলাসি আসিএল ভাস্কর ডেরায় থাকিল ৷ তার পরদিনে ভাস্কর করিল গমন । এথ মবাব লইয়। কিছু শুন বিবরণ ॥ হরকার বোলে নবাবকে ভাস্কর য়াইসে। এতেক গুনিয়া নবাব সভা কৈরা বৈসে ॥ সোটাবর্দার খ) সর্দার নবাবের আগে । বড় বড় জমাদার বসিল চাইর দিগে ॥ জুসরঞি বৈশাখ মাস শনিবার দিনে। ভাস্করকে লক্টয়া আইল মৰীবের স্থানে ॥ বিধাতা বিপত্য হইল বুধ গুইলা গেল । ছাতিয়ার থুইয়া আইস নবাবকে মিলিল। ভাস্কর পণ্ডিত জদি মিলিল নবাৰকে । তার পরে নবাব কহেন কিছু তাকে ॥ জামার মূলুক তুমি লুটিলা বারে বারে। বন্দোরস্ত করিতে পাঠাইলা আলি ভাইএর তরে ॥ যে কালে অসিস্থা তুমি ঘেরিলা বর্ধমানে । ঙ্গে সময় উকিল আমি পাঠাইলাম তোমার স্থানে ॥