পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায় । (t8s. বন্দোবস্ত করিতে যদি থাকিত তোমার মনে । সেই সময় উকিল তুমি পাঠাইতে আমার স্থানে ॥ তবে এতেক শুনিয়া ভাই আলি কহিল। এত দিন জাহা হবার তাহা হইল। ভাস্কর পণ্ডিত যদি মিলে তোমার সনে । কিছু দিঞা বন্দোবস্ত কর ইহার সনে ॥ এতেক শুনিয়া নবাব কহিলেন হাসি । - খানিক বিলম্ব কর লঘ্যি কইরা আসি ॥ পূৰ্ব্বে সভারি মন মুবা ছিল । সেই মন মুবাএ নবাব উঠা গেল ॥ নবাব উঠিয়া গেল হইল অনেকক্ষণ।. ভাস্কর পণ্ডিত কিছু কহেন তখন ॥ দুই ডণ্ড বিলম্ব হইল কহে মুস্তফার ঠাই। এখন তবে আমি সান পূজাএ যাই ॥ মুস্তফা খাঁ বোলে চলো সভাই মিলে জাই। সেপহরিতে আসিব নবাবের ঠাই ॥ এতেক বলিয়া মুস্তফা খা উঠিল। তাহার দেখনে তবে ভাস্কর উঠিল। জেই মাত্র ভাস্কর ঘোড়ায় চড়িতে । তরোয়ার খুলিয়া তখন মারিলেক তাথে ॥ সেইক্ষণে তবে ঘটাচটি হইল । জত জনা য়াইস ছিল সব জনা মইল । তারপরে নবাব সাহেব সমাচার সুনে। সুনি আনন্দিত নবাব হইল সেইক্ষণে ॥ সাদিয়ানা নহবত কত বাজিতে লাগিল । ফকির ফুকুরাকে খএরাত কত দিল । মোনকরী মোকামে যদি ভাস্কর মাইল । মনসুদাবাদ উড়াইয়া কবি গঙ্গারাম কইল ॥ ইতি মহারাষ্ট্র পুরাণে প্রথম কাওে ভাস্কর পরাভব। সকাল ১৬৭২ সন ১১৫৮ সাল ॥ তারিখ ১৪ পৌষ রোজ শনিবার ॥