পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায়। අදෑව් এই বুরুজের উপর কয়েকটা কামানও সাজান ছিল। ভাগিরথীর দিক হইতে শত্রুর প্রবেশপথ পথ বন্ধ করিবার জন্ত, এই কামানগুলি নদীর দিকেই মুখ ফিরাষ্টয়া রাখা হয়। গঙ্গাগৰ্ভ হইতে বর্তমান ক্যান্সি-লেন চিহ্নিত স্থানের মধ্যে এই খালটার উপর, তিনটা পুল ছিল। ইহার একটা পুলের ধারেই কোম্পানীর “বারুদ-ভাণ্ডার” বা ম্যাগাজিন গৃহ। এই বারুদ-ভাণ্ডার, বর্তমান সেন্টজন গির্জার অতি সান্নিধ্যে অবস্থিত ছিল । আজকাল ফ্যান্সিলেন যেস্থানে ওয়েলেসলী প্লেসের সহিত মিশিয়াছে—সেই इन श्रेण्डरे দহরপরিবেষ্টনকারী এই বেড়াটা আরও বাকিয়া পূর্বাভিমুখী হয়। পূৰ্ব্বে এই স্থানে একটা বৃহৎ বট গাছ ছিল। এই বট গাছে অপরাধীদের ফাসী দেওয়া হইত। রেভারেণ্ড হাইড অনুমান করেন-"এই ফাসী শব্দই ভবিষ্যতে “Fancy” (ফ্যান্সি) তে পরিবর্তিত হইয়া পড়িয়াছে।” ওয়েলেসলী প্লেস্ পার হইয়া, বর্তমান লারকিন্স লেনের নিকট দিয়া এই কাষ্ঠময় রক্ষাবন্ধনী, রাণীমূদীর গলিমুখে পৌঁছিয়াছিল। অর্থাৎ সে পথ আজকাল ব্রিটিশ-ইণ্ডিয়ান-স্ত্রীট বলিয়া পরিচিত—ও ষাহার মোড়ে সুবিখ্যাত উইলসনের হোটেল বর্তমান । সেরাজ যে সমরে কলিকাতা আক্রমণ করেন, সেই সময়ে এই রাণীমুদি-গলির সন্নিকটে, একটা ব্যাটারি বা তোপখান তৈয়ারি হইয়াছিল। এই ব্যাটারি হইতে অজস্র অনল-রাশি উদগীয়িত হইয়া, সেরাজ-সৈন্যকে বিত্ৰস্ত করিয়া তুলিয়াছিল। আপজনের ম্যাপে ইহা Rana Madda Lane বলিয়া উল্লিখিত । এই রাণীমূী গলি নাম কেন হইল, তাহ ঠিক করিয়া বলা কঠিন। প্রাচীন কলিকাতার পথঘাটের কথা প্রসঙ্গে এ সম্বন্ধে আলেচেনা করা যাইবে । এই রাণীমুদি গলি হইতে বারেটো-লেন ও তৎপরে বর্তমান ম্যাঙ্গোলেনের প্রথমাংশ দিয়া, এই রক্ষাবন্ধনীর গতি বৰ্ত্তমান মিসন-রে’র দিকে পরিবর্তিত হয়। সেকালে এই মিসন রো—Rope-Walk নামে পরিচিত ছিল। রেভারেও কারনান্‌ডার কর্তৃক ১৭৭৫ খৃ:অব্দে এইস্থানে একটা গির্জা স্থাপিত হওয়ার পর, ভবিষ্যতে ইহা মিশন রে" নামে অভিহিত হয়। এই মিশন-রোর সান্নিধ্যে, বর্তমান স্বচ-গির্জার নিকটবর্তী স্থানে, সুবিখ্যাত ওয়েষ্ট এণ্ড কোম্পানীর ঘড়ীর দোকানের পার্শ্বে, সেরাজ কর্তৃক কলিকাতা আক্রমণ সময়ে আর একটা ব্যাটারী প্রতিষ্ঠিত হয়। এই ব্যাটারীর কণমামগুলি সেরাজের সেনাগণকে দুর্গ-প্রবেশে যথেষ্ট বাধা দিয়াছিল। ' পূৰ্ব্বোক্ত কাঠময় রক্ষী-বন্ধনী এই রোপ-ওয়া হইতে লালবাজারের

  • a