পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায়। Q@な কাপ্তেন পেরিনের, (ইহঁীর নিজের দুই তিনখানি বাণিজ্য জাহাজ ছিল ) নামেই এই উষ্ঠানের নাম Perrins Garden ‘পেরিনস গার্ডেন” হয়। ১৭৫৫ খ্ৰীঃ অব্দে ইহা কর্ণেল স্কটের দখলে আসে । এই কর্ণেল স্কট কোম্পনীর ফৌজের অধ্যক্ষ ও ভবিষ্যত গবৰ্ণর জেনারেল ওয়ারেণ হেষ্টিংসের প্রথম পক্ষেয় শ্বশুর ছিলেন । কয়েক বৎসরের ইহা জন্য কোম্পানীর বীরুদের কারখানায় পরিণত হয় । আপ জনের ম্যাপে—ইহা এই জন্য “ওল্ড •liègth foot *furtz as cats” (Old Powder Mill Bazar and Road ) বলিয়। চিত্রিত। এইস্থান হইতেই পুৰ্ব্বোক্ত “মারহাট-ডিচ* আরম্ভ হইয়াছিল । আপজনের ম্যাপ ব্যতীত লেফটেনাণ্ট উইলসএর আর একখানি সমসাময়িক ম্যাপ হইতে এই সময়ের কলিকাতা, সহরের আয়তন ও বাসিনাদের সম্বন্ধে অনেক কথা জানিতে পায় যায়। এই উইলস সাহেব কোম্পানীর গোলন্দাজ-সেনায় অধিনায় ক ছিলেন । ১৭৫৩ খৃ: অব্দে এই নক্সাখানি প্রস্তুত হয় । ইহা হইতে জানিতে পার। যায়—সেকালের ইংলিশ-কোয়াটার বা সাহেব-পল্লী, উত্তরে বর্তমান ক্যানিং ষ্ট্রীট বা মুরগীহাটার রাস্তা, দক্ষিণে বর্তমান হেষ্টিংস ষ্ট্রীট ল সেকালের খাল, পূর্বে বর্তমান লালদিঘীর নিকটস্থ মিশন রো, বা সেকালের “রোপওয়াক” ( Rope Walk ) ও পশ্চিমে ভাগিরথী, এই সীমানা ব্যাপিয়া ছিল । ইহার মধ্যে ২৩০ খানি পাকা বাড়ী ছিল। এই সমস্ত বাড়ীর চারিদিকে প্রশস্ত বাগান ছিল—ও বাগানের মধ্যে দুই তিনটী ছোট বড় পুকুরও দেখা যাইত। কলিকাতায় তখন জমীর অভাব ছিল না ও সাহেবদের মধ্যেও বাগান-বাগিচা ও পুকুরওয়ালা জমীর উপর আবাস-বাটী এবং ভদ্রাসন প্রস্তুত করার রেওয়াজ ছিল । কলিকাতার পানীয় জলের বিশেষ সুবিধা না থাকার, অনেকে পুষ্করিণী প্রভৃতি খনন করাইরা লইতেন। এই সমস্ত বাগান-বাগিচাওয়ালা সাহেবী-কুঠার নমুনা দেখিতে ইচ্ছা হইলে, পাঠক—মেটিয়াবুরুজের সান্নিধ্যে গার্ডেনরিচ রোডের পার্শ্ববৰ্ত্তা “পাচকুঠা” প্রভৃতি বাড়ী দেখিয়া সেকালের ইংরাজদের আবাস • বাটীর অনেকটা আভাস পাইতে পারেন। বর্তমান চৌরঙ্গীর মধ্যেও এরূপ বাগিচা ও পুষ্করিণী সমম্বিত পুরাতন বাট খুজিলে এখনও হুই চারিখান দেখিতে পাওয়া যায় ।

  • Plan of Fort William and part of the City by William wills Lieutenant of the Artillery Company in Bengal 17 r" -