পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায়। đès ভাড়া দেওয়া হয়। ইতিহাস-প্রসিদ্ধ অমিয়াট সাহেব-এই বাটি ভাড়া লন। এই অমিয়াট-নবাবকর্তৃক কলিকাতা আক্রমণের শোচনীয় পরিণাম হইতে যুক্তিলাভ করিবার জন্য, ফলতার পলায়ন করেন। ১৭৬৩ খৃঃ অবো—মৰাব মীরকাশিমের হস্তে ইনি নিহত হন। এইবার আমাদিগকে একবার লালদীঘির উত্তরে সেন্ট এন গির্জার কাছে যাইতে হইৰে । এই স্থানে সেকালে কতকগুলি পাকা বাড়ী পাশা- ' পাশি ভাবে বর্তমান ছিল। আজকাল যেখানে ফিনলে মুর কোম্পানীর আফিস-গৃহ বর্তমান, সেইস্থানে মিঃ এডওয়ার্ড আয়ার সাহেব বাস করিতেন। এই আয়ার সাহেব, চার্ণকের জামাতা আয়ার নহেন—ইনি পলাশী আমলের লোক। ইনি কোম্পানী বাহাদুরের ভাণ্ডার-রক্ষক ছিলেন। কেন্সিলে, ইনি দশম সদস্য। ইনিও ব্ল্যাকহোল হত্যাকাণ্ড হইতে ঘাচিয়া যান । ক্লাইব ও ওয়াটসন কর্তৃক কলিকাতা পুনরাধিকৃত হইলে—এই আয়ার সাহেবের বাটির অধিকৃত স্থানে একটি থিয়েটার-গৃহ নিৰ্ম্মিত হইয়াছিল। আজকাল যাহা লিয়নস্-রেঞ্জ বলিয়া সাধারণে পরিচিত—সেইস্থানে তিনখানি সারি সারি পাকা বাড়ী ছিল। এই তিনখানি বাড়ীর একখানি ইতিহাস-প্রসিদ্ধ অমিচাদ বা আমীরচাদের । দ্বিতীয় খানি মিঃ কোলসের ( Coles) ইনি ব্লাক-হোলে মৃত্যুমুখে পতিত হন। তৃতীয় বাটখানি মিঃ জন নক্সের । ইনি কোম্পানীয় সেনানি ছিলেন । সেরাজকে দুর্গ সমর্পণ করিবার সময় কলিকাতা দুর্গমধ্যে মহা বিশৃঙ্খলা উপস্থিত হয় । ইনি সেই অবসরে প্রাণরক্ষার্থে দুর্গ হইতে পলায়ন করেন । অমিচাদের এই বাটীর সীমানার পাশ্ব হইতে, একটা গলির চিহ্ন আপজনের ম্যাপে দেখা যার । তাহা “থিয়েটার-স্ট্রট” বলিয়া চিহ্নিত । আজকাল যেস্থানে লিয়নস্-রেঞ্জ ও পুরাতন চীনাবাজার রাস্তার সহিত নূতন চীনাবাজার রাস্তার মিলন হইয়াছে—ইহাই সেকালের থিয়েটার ষ্ট্রীট। পাঠক যেন এই পথটিকে বর্তমান “থিয়েটার-রো ভ” বলিয়া ভ্ৰমে পতিত না হন । * * সম্ভবতঃ এই রথ্যান্বয়ের সংযোগস্থলের মধ্যে—কোম্পানীর সেক্রেটা কুক সাহেবের আবাস বাট ছিল। এই কুক সাহেবও অন্ধকূপ মধ্যে নিক্ষিপ্ত হইয়াছিলেন, কিন্তু ভাগ্যক্রমে বাচিয়া যাম। প্রসিদ্ধ-ইতিহাস-লেখক অৰ্ম্মি সাহেবকে, এই সেক্রেটারী কুক সাহেবই ভবিষ্যতে “ব্লাকহোল" সম্বন্ধে অনেক জ্ঞাতব্য তথ্য প্রদান করেন । আয়ার সাহেবের খাচীর পশ্চাতেই