পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায়। " &Wo? নকসার উপর নির্ভর করিয়া, আমরা পলাশী-আমলের পূৰ্ব্বে কলিকাতার বাড়ী ঘরগুলির অবস্থান বিবরণ দিতেছি, তদনুসারে তাহার আবাসবাটি, বৰ্ত্তমান “গিলাগুণস%হাউসের" সান্নিধ্যে ছিল। ক্লাইভ-রোর তখন কোন অস্তিত্ব ছিল না। তবে এইস্থানে একটা ক্ষুদ্র গলি ছিল, সেই গলি দিয়া কিছুদূর অগ্রসর হইলেই, কৌন্সিলের অন্যতম সদস্ত ম্যাকেট সাহেবের বাট দেখিতে পাওয়া যাইত। এই ম্যাকেট সাহেব; কলিকাতার বক্সী বা খাতাঞ্জি ছিলেন। হলওয়েলের লিখিত বৃত্তাস্ত মতে, এই ম্যাকেট সাহেবই, ড়েক ও মিনচিনের দুর্গত্যাগের পর, তাহার পীড়িত পত্নীকে জাহাজে তুলিয়া দিবার অছিলায় দুর্গ ত্যাগ করিয়া পলায়ন করেন । যে সকল ব্যক্তির নাম—ইতিহাসে প্রসিদ্ধ, র্যাহার সে সময়ে কোম্পানীর আমলের উচ্চপদস্থ কৰ্ম্মচারী ছিলেন, উইলসের নকসার অনুসরণ করিয়া আমরা কেবল বৰ্ত্তমান কলিকাতার কোন কোন স্থানে তাহীদের আবাস স্থান ছিল—তাহারই উল্লেখ করিয়াছি। স্বদূর বর্তমানে পুরাকালের স্মৃতি ডুবিয়া গিয়াছে। অতীতের সেই লালদীঘি ও তৎপার্শ্ববৰ্ত্তী স্থানসমুহ, যেন মায়াবলে এক সৌধময় স্বপ্নরাজ্যে পরিণত হইয়াছে। পূৰ্ব্বোল্লিখিত ব্যক্তিবর্গ পলাশী-আমলের সময়ে সৰ্ব্বজন-বিদিত ছিলেন । র্তাহারা সেই সময়ে রাষ্ট্র-বিপ্লব-ক্ষেত্রে উপস্থিত থাকিয়—বৰ্ত্তমান ব্রিটিশ-সাম্রাজ্য স্থাপনের স্বল্পবিস্তর সহায়তা করিয়া গিয়াছেন । ক্লাইভ, ওয়াটস, হলওয়েল, বেলামী, ম্যাকেট, মিনচিন, আমির্চাদ, গোবিন্দরাম মিত্র, কাপ্তেন ইলিস, জন বেস্থার্ড, প্রভৃতি ইতিহাস-প্রসিদ্ধ চরিত্র। উইলস্ সাহেবের নক্সা নির্দিষ্ট পূৰ্ব্বোক্ত ব্যক্তিগণ ছাড়া, আরও অনেক ইংরাজ সেই প্রাচীন কলিকাতার বাসিনা ছিলেন । এই সমস্ত নক্সার চিহ্নিত স্থান হইতে প্রমাণ হয়, তখনকার লালদীঘি ও তাহার পাশ্ববৰ্ত্তী স্থানসমুহ, বৰ্ত্তমান চৌরঙ্গীর ন্তায় ইংরাজপল্লীরূপে পরিগণিত ছিল। দেশীয়দের মধ্যে খুব কম লোকই এইস্থানে থাকিতেন। যাহারা থাকিতেন, তাহাদের নাম আমরা পূর্বেই বলিয়াছি। যাহারা তখন “কলিকাতার ইংরাজ” বলিয়া কথিত হইতেন, তাহীদের • অধিকাংশই “মার্চাণ্ট” এবং কোম্পানীর সেনা-বিভাগের কৰ্ম্মচারী ও ফ্যাক্টার । *

  • Omichand and the Setts are the only Indians whese names appear as house-owners and the Englishmen are all either factors or merchants or officers of the Garrisson. Calcutta Old and New—Cotton,

ዓ›