পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায়। ○ がび" কুম্ভকার শ্রেণীর বাসস্থান ছিল । কলুটোলায় তৈলজীবির বাস করিত। মুচিপাড়ায় মুচিঙ্গের বাসস্থান ছিল। একটি স্ববৃহৎ বট গাছের অস্তিত্ব জন্য “বটতলা” নামকরণ হইয়াছে। তুলাপটা প্রভৃতি অঞ্চলে তুলার বাজার ছিল। হোগলকুড়িয়ায়, অতিশয় হোগলাবন ছিল । প্রচুর সিমুল-গাছ পূর্ণ ছিল বলিয়া, সিমুলিয়া নামকরণ হইয়াছিল। কসাইটোলায়, কসাইগণ বাস করিত। হিন্তাল বা ইথাল-গাছের প্রাচুর্য্য জন্য হিন্তালী হইতে সম্ভবতঃইন্টালি তৎপরে ইটিলি নামকরণ হইয়াছিল। অবশ্য এই সমস্ত নামোৎপত্তি সম্বন্ধে কোন প্রত্যক্ষ প্রমাণ নাই –সবই অল্পমানিক সিদ্ধাস্ত মাত্র । পাকা রাস্তা আদতে ছিল না। বড় লোকেরা প্রাসাদ-তুল্য বাড়ী নিৰ্ম্মাণ করিতেন বটে, কিন্তু চোর-ডাকাতের ভয়ে, তাহীদের সিপাহী-শাজির ব্যবস্থা করিতে হইত। ভদ্র বাঙ্গালীগণ দলবদ্ধ হইয়া এক এক পল্লীতে বাস করিতেন । সেকালে “ফৌজদারী-বালাখানা” একটু জাকাল ধরণের ছিল। এই ফৌজদারী বালাখানা, বৰ্ত্তমান লোয়ার চিৎপুর বোড ও কলুটোলার মোড়ে অবস্থিত। আজকাল কলুটোলার মোড়ের যে বাড়িটা, স্বগীয় বিনোদলাল সেন ও তাহার বংশধরগণের অধিকৃত, সেই বাটীর অধিকৃত স্থানেই হুগলীর ফৌজদারের কাছারী ছিল। তখন নবাবী আমল । হুগলীর ফৌজদারই তখন এদেশের অধিবাসীদের মধ্যে মোকদম সমূহের বিচারক। এই সমস্ত ফৌজদারগণ কিরূপ প্রতাপশালী ছিলেন—ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীকে তাহারা কত প্রকারে ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছিলেন—তাহার পরিচয় পাঠক ইতিপূৰ্ব্বেই পাইয়াছেন। অনেক প্রতাপশালী ফৌজদারু কলিকাতায় আসিলে, ইংরাজ-বণিকগণ তাহদের ঘোড়শোপচারে পূজা দিতেন। ফৌজদারদের কিরূপ উপঢৌকন দেওয়া হইত, তাহার পরিচয়ও পাঠক পূৰ্ব্বে পাইয়াছেন। কোম্পানীর পুরাতন সেরেস্তার অনেক স্থানে তাহা উল্লিখিত আছে। কলিকাতায় ফৌজদারের এইরূপ আগমন ব্যাপার রহিত করিবার জন্ত, ইংরাজের তাহাকে একটা মোটা টাক৮ নজরুরূপে প্রদান করিতেন।* এই উৎকোচ পাইয়াই ফৌজদার—

  • »ass : scora Fort william Consultation sa sorte- یiسچ جHoogly Phousdar demanding the annual present due in November last. amounting to current rupees two thousand seven hundred and fifty. agreed—that the President do pay the same out of the cash"