পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । وقام6b সাধারণের বিশুদ্ধ পানীয়-জল এই পুষ্করিণী হইতেই সংগৃহীত হয়। এই বাগানের চারিদিক ব্যাপিয়া আবক্ষ-উন্নত প্রাচীর ও তাহার উপরে কাঠের রেলিং। দৃশুটা বড়ই মনোহর।” তখন ইডেন-গার্ডেন ও চৌরঙ্গী গভীর জঙ্গলের মধ্যে—কাজেই সবে ধন নীলমণি এই লালদীঘি প্রমোদোদ্যানের যথেষ্ট সমাদর ছিল । ছর্গের কয়েক রশি দূরেই, পুরাতন কৌন্সিল-হাউস ছিল। এইস্থান আজও পর্যন্ত কৌদিল-হাউস ট্রীট ও হেষ্টিংস-স্ট্রীট নামক দুইটা পথ্যার সহায়তায় অতীতের স্মৃতি-রক্ষণ করিতেছে । ১৭৫৮ খৃঃ অব্দে কোম্পানীবাহাদুর, এই কৌন্সিল-হাউস বাড়ীট কিনিয়া লয়েন । এই বাড়ীতে মিঃ কোর্ট বলিয়া কোম্পানী-বাহাদুরের একজন কৰ্ম্মচারী বাস করিতেন। এই কোর্ট-সাহেবও ব্লাকহোলে নিক্ষিপ্ত হইয়াছিলেন, কিন্তু ঘটনাক্রমে বাচিয়া যান। ইহার সান্নিধ্যেই যে খাল ছিল, তাহা বুজাইয়া একটী রাস্ত নিৰ্ম্মিত হয়। অতীতের এই রাস্তা অধুনাতন-কালে হেষ্টিংস ষ্ট্রীট বলিয়া বিখ্যাত। এই হেষ্টিংস ষ্ট্রীটে, ওয়ারেণ হেষ্টিংস সাহেবের কলিকাতা-নিবাস ছিল । এই বাড়ীতেই তাহার দ্বিতীয় পত্নী ব্যারনেস্ ইমহফ, বল-নৃত্যাদি প্রভৃতির অনুষ্ঠানে, প্রাচীন কলিকাতা সমাজের সজীবতা রক্ষা করিতেন। হেষ্টিংসের মন্ত্রী-সভার সভা, ইতিহাস-প্রসিদ্ধ ফ্রান্সিস সাহেবের কলিকাতার অবাস-বাটী, বৰ্ত্তমান রয়েল-এক্সচেঞ্জ নামক বাড়ী। ফ্রান্সিসের পূর্বে, লর্ড ক্লাইভ এই বাটতে বাস করিতেন। কেহ কেহ বলেন, গ্রেহাম কোম্পানীর পুরাতন অফিস যে বাটীতে ছিল, তাহাই ক্লাইভের আবাস-স্থান। কিন্তু পরবর্তীকালে মীমাংসিত হইয়াছে—বৰ্ত্তমান রয়েলএক্সচেঞ্জ বাটই পলাশী-বিজেতা, ভারতে ইংরাজ-রাজ্য প্রতিষ্ঠাতা, ক্লাইভের কলিকাতার আবাস-বাটী । হেষ্টিংসের কৌন্সিলের অন্ত দুইজন সদস্ত, জেনারেল ক্লেভারিং ও মনসন সাহেব, বর্তমান মিসন-রোর পাশ্ববর্তী দুইটা বাটতে থাকিতেন। এই মিশনারে, সেকালে Rope-walk নামে বিখ্যাত ছিল। ইহারা যে দুইটা বাটতে থাকিতেন—লর্ড কর্জন তাহাদের গাত্রে স্মৃতিফলক মারিয়া দিয়া, অতীতের কীৰ্ত্তি সজীব রাখিয়াছেন। আজকাল যেস্থান অধিকার করিয়া বর্তমান “ট্রেজারি-বিল্ডিংস” অবস্থিত, পূৰ্ব্বে এইস্থানের একটা বাটতে, ইতিহাস-প্রসিদ্ধ সেনাপতি স্তর জায়ার কুট