পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(సిరి কলিকাতা সেকালের ও একালের । ও রাধুনীর কাজ জানিত—তাহার চারি শত টাকা মূল্যে ক্রীত হইয়াছে, এরূপ উদাহরণও পাওয়া যায়। অনেক ক্রীতদাস, ক্ষেীর-কার্য্যে পারদর্শিতার জন্ত, গান-বাজনায় দক্ষতার জন্য–উচ্চমূল্যে ক্রীত হইত। সকল ক্রীতদাস ও দাসী যে নিগ্রো ছিল, তাহ নয়। এ দেশীয় নিম্নশ্রেণীর মধ্যেও অনেক ক্রীতদাস পাওয়া যাইত। ষে সকল দরিদ্র-সন্তান, শৈশবে পিতৃমাতৃ হীন হইয়া আশ্রয়বিহীন হইত, তাহদের ধরিয়া আনিয়া দাস ব্যবসায়ীরা ক্রীতদাসরূপে বিক্রয় করিত । মহামারী, কুর্ভিক্ষ প্রভৃতির সময়ে এইরূপ অনেক পিতৃ মাতৃ-হীন বালক-বালিকা পাওয়া যাইত। তখন ভারতের সকল কেন্দ্রেই ক্রীতদাসের ব্যবসা প্রচলিত ছিল। ক্রীতদাসগণের প্রভুরা, এই সকল হতভাগাদের উপর যথেষ্ট অত্যাচার করিতেন । ১৮৪২ খ্ৰীঃ অব্দে ক্রীতদাস ক্রয়-বিক্রয় নিষেধ সম্বন্ধে সদাশয় ইংরাজ গবর্ণমেণ্ট এক আইন প্রচলিত করেন। তাহার পর হইতেই উহা বন্ধ হইয়া যায়। তখন কোম্পানীর কার্য্যে “রাইটার” বলিয়া এক শ্রেণীর কৰ্ম্মচারী নিযুক্ত হইতেন। ইহারা প্রথমে কোম্পানীর দপ্তরের লেখাপড়ার কাজ করিতেন, পরে কাজকৰ্ম্ম সম্বন্ধে অভিজ্ঞতা জন্মিলে—নানাস্থানের ব্যবসায়-কেন্দ্রে বা কুঠতে, প্রধান কৰ্ম্মচারীরূপে নিযুক্ত হইতেন। তখনকার কালে রাইটারসিভিলিয়ানদের বেতন খুব কম ছিল । রাইটারগণ র্তাহীদের প্রাপ্য-বেতনের অতিরিক্ত খরচ পত্র করিয়া নিঃস্ব হইয়া পড়িতেন, এবং সেই সমস্ত খরচ পরের ব্যয় কোম্পানীর তহবিলের স্কন্ধে চাপাইতেন । ইহাতে কোম্পানীবাহাদুরের বিলাতের কর্তৃপক্ষীয়েরা বড়ই বিরক্ত হইতেন। সময়ে সময়ে র্তাহার এই সমস্ত কৰ্ম্মচারিগণকে সায়েস্তা রাখিবার জন্য—মিতব্যয়ী করিবার জন্য, বিলাত হইতে কলিকাতায় কড়া মেজাজে চিঠি লিখিতেন। ১৭৫৪ খৃ: অন্ধে বিলাতের কোর্ট অব ডাইরেক্টারদের লিখিত একখানি পত্র হইতে আমরা দেখিতে পাই—তাহার কলিকাতার গবর্ণর সাহেবকে লিখিতেছেন“আমাদের নিৰ্দ্ধারিত আদেশ এই, আপনি রাইটারদিগকে বুঝাইয়া দিবেন, যতদিন তাহার রাইটাররূপে সামান্ত বেতনে কাৰ্য্য করিবেন—ততদিন কেহ পালকী বা গাড়ী ব্যবহার করিতে পরিবেন না। করিলে তাহাকে পদচ্যুত করা হইবে।”* পলাশীযুদ্ধের পর বিলাতের কর্তারা এই সমস্ত সিবিলিয়ান ok "রাষ্ট্যক্তি" g এই রাইটারদের স্মৃতি Rরক্ষ। মুকরিতেছে; যে বাড়ীতে আজকাল ব। গবর্নমেন্টের আপিস সমূহ স্থাপিত -সেই স্থানেই রাইটাস-বিল্ডিং ছিল ! অবিলাচিত রাইটারগণ এই বাটতেই বাস করিতেন। পুরাতন রাইটাস-বিলডিং কলি