পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ অধ্যায় । (సి) রাইটারদের উপর সদয় হইয়া অনেক ব্যবস্থার পরিবর্তন করেন। বিলাতের কর্তাদের সেই ব্যবস্থা হইতে আমরা জানিতে পারি—“রাইটারগণ শীত ও বর্ষাকালে যাতায়াতের জন্ত কেবল মাত্র পালকী ব্যবহার করিতে পরিবেন। কারণ র্তাহীদের মধ্যে অনেকে দূরতর স্থানে বাস করেন। কিন্তু কলিকাতার মধ্যে কোম্পানীর প্রয়োজনীয় কাৰ্য্যালয় ও বাটগুলি নিৰ্মাণ হইয়া গেলে, তাহারা সেই বাটতেই আসিবেন। তখন আর পালকী প্রভৃতির জন্তু অতিরিক্ত খরচের অবশ্যক হইবে না।” এই রাইটারদের মধ্যে অনেকেই অপরিণত বয়স্ক যুবক। ক্লাসের দুষ্ট ছেলেদিগকে শাসনে রাখিতে অতি কঠোর প্রকৃতির মাষ্টার মহাশয়, যেরূপ এক এক সময়ে অসমর্থ হইয়া পড়েন—সেকালের সিভিলিয়ান অথবা রাইটারদিগকে শাসনে রাখিতে, কোম্পানী-বাহাদুরের কর্তৃপক্ষগণকেও অনেক বেগ পাইতে হইয়াছিল। ১৭৬৭ খৃষ্টাব্দে গবর্ণর ভেরিলষ্টের সময়েও দেখিতে পাওয়া যায়—বিলাতের কৰ্ত্তারা, যেন বেত্ৰদণ্ড হস্তে লইয়া ইহঁাদের শাসন করিতেছেন। বিলাতের কৰ্ত্তারা, গবর্ণর সাহেবকে লিখিতেছেন— “এই সমস্ত অপরিণামদর্শী যুবক কৰ্ম্মচারিগণের বিশৃঙ্খল ব্যবহারের মাৱ৷ বড়ই বুদ্ধি পাইয়াছে। ইহার দমন একান্ত প্রয়োজনীয়। যদি তাহারা কৰ্ত্তব্যপরায়ণ না হয়, এখনও তাঁহাদের সম্মুদ্ধি-সঞ্চার না হয়, তাহ তইলে তাহারা আমাদের চাকরী করিবার যোগ্য নহে। ভারতবর্ষ ত্যাগ করিয়া বিলাতে আসাই তাহীদের পক্ষে শ্ৰেয়ঃ।” এই সময়ে রাইটারগণকে সায়েস্তা করিবার জন্য, একটী “তদারকী-সভা” আহত হয়। সেই সভার বিচারে, রাইটারদিগকে মিতব্যয়ী করিবার জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলির প্রচলন হয়। প্রথম—অবিবাহিত কৰ্ম্মচারিগণের পক্ষে, দুইজন চাকর ও একজন রাঁধুনীই যথেষ্ট । এই দুইজন চাকরের একজন তাহার গৃহস্থালীর ভার লইবে । তিনি যখন কোম্পানীর কার্য্য উপলক্ষে কলিকাতা ছাড়িয়া বাহিরে যাইবেন, তখন দ্বিতীয় চাকর তাহার সঙ্গে যাইৰে ও অন্য ব্যক্তি র্তাহার কলিকাতার সম্পত্তি রক্ষণ করিবে। কিম্ব তিনি পীড়িত হইলে, একজন তাহার গৃহস্থালী দেখিবে, অপর ব্যক্তি র্তাহার রোগের সেবা করিবে। দ্বিতীয়—কোন রাইটারই পুরাতন দুর্গের অতি সন্নিকটেই ছিল । আমরা কলিকাতার প্রাচীন কালের—যে ছৰি দিয়াছি, তাহ হইতে পাঠক এই রাইটাস বিল্ডিংএর তখনকার অবস্থা দেখিতে পাইবেন। রাইটারগণই বঙ্গের প্রথম সিভিলিয়ান ।