পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । &సిa. জ্বলের” কর্তাদের নিকট হইতে বাড়ী ভাড়া করিয়া লইয়া, তাহাতে আদালত বসিত। এই বাড়ীর ভাড়ার জন্ত কোম্পানীকে মাসিক ৩০ টাকা হিসাবে গণিতে হইত। মেয়র-কোটে যাহারা বিচার করিতেন—তাহারা সকলেই ইংরাজ। কৌন্সিলের সভ্যগণের মধ্য হইতে, এই সমস্ত বিচারক নিৰ্ব্বাচিত হইতেন। ইহাদিগের পদবী ছিল, এন্ডারম্যান (Alderman) বিচারকার্য্যে ইহাদের তেমন একটা আগ্রহ ছিল না। অনেক এন্ডারম্যান, সামান্ত-অছিলায় কাছারী হইতে অনুপস্থিত হইতেন। হয়ত বিচারের দিনও নির্বাচিত বিচারপতি অনুপস্থিত থাকিতেন । এইজন্য কোম্পানী ব্যবস্থা করেন—“যদি কোন নির্বাচিত এল্ডারম্যান বা বিচারক, কাৰ্য্য করিতে অস্বীকার করেন, তাহা হইলে তাহাকে পঞ্চাশ পাউণ্ড পর্যন্ত জরিমান দিতে হইবে। নিম্নে আমরা ১৭৫৩ খৃঃ জন্মের অর্থাৎ পলাশীযুদ্ধের চারি বৎসরের পূর্বের মেয়র-কোটের খরচের একটা হিসাব তুলিয়া দিলাম। চ্যারিটা-স্কুলের বাটার ট্রষ্টিদের বাড়ী ভাড়া বাবত, মাসিক ৩০২ (আর্কট টাকা) হিসাবে চারি মাসের জন্য ১২১vs. এলডারম্যান সাহেবের বিচার-পরিচ্ছদ বা গাউন নিৰ্ম্মাণের জন্য তাফতা কাপড় খরিদ ۹۹ دe/3 )ج আদালতের হুকুমায়সারে আদালতে ব্যবহৃত হইবার উঙ্গেতে সমস্ত সেরেস্তার নকল রাখার জন্য—মুহুরীর মজুরি Ψ8ύηο মোমজমা কাপড় খরিদ ۹ د এল্ডারম্যান সাহেবের বিচারাসনের জন্স ভেলভেট (মথমল ) খরিদ ৩৭৫ ইন্টারপ্রিটার বা দ্বিভাষীর বেতন ཅེ་བ།༽ আদালতের পাহারার জন্য দুই জন এদেশীয় জমাদার ২০ হিঃ– 8||e ২ জন এলডারম্যান—পকেট খরচ ১৫, হি: ای هم ২ জন ইউরোপীয় কোট-সার্জেণ্ট বা দারোগ সাহেব ১•১ হিঃ– २००९ আলোকের জন্ত মোমবাতি খরিদ (৬ মাসের ) ۵ ه ، একজন ব্রাহ্মণ (?) 이e একজন হাড়ি (মেথর) (ইংরাজিতে A harry আছে–)