পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । Vo H. অনেক গরীব লোকের পক্ষে—এরূপ শুল্ক দিতে কষ্টবোধ হয়। আমাদের মুতে, এইরূপ বিবাহ-শুস্ক একেবারে বন্ধ করিয়া দেওয়াই উচিত। বড়লোকদের সম্বন্ধে অবশ্য স্বতন্ত্র ব্যবস্থা ৷” কলিকাতাবাসীদের প্রতি সদয় ব্যবহারের আদেশ । “আমাদের অধিকৃত স্থান সমূহে যেসমস্ত প্রজা বাস করে, তাহাদের উপর কোনরূপ কঠোরভাবে শাসন করিবেন না। বিশেষ সমদৰ্শিতার সহিত তাহাদের সহিত ব্যবহার করিবেন। অন্যায় ও অতিরিক্ত বাবসমূহ আদায়ের দ্বারা তাহাদিগকে পীড়ন করা উচিত নহে ? অবশ্য এই সঙ্গে এ কথাও মনে রাখা উচিত, যাহাতে কোম্পানীর আয়ও না কম হইয়া যায় । সাধ্যমতে যেন কোন প্রজার উপর কোনরূপ অত্যাচার চেষ্টা না করা হয় ।”* বিলাতের কোট-অব-ডাইরেক্টারেরা, কলিকাতা-কৌন্সিলকে যে পত্র লিখিয়াছিলেন—তাহার একাংশ হইতে উপরোক্ত অংশটা উদ্ধত হইল । তাহীদের দেশীয়-প্রজাদের প্রতি, যাহাতে কোনরূপ অত্যাচার না হয়, তাহদের উপর টেক্স খাজনা ও অন্যান্ত বাব চাপাইয়। তাহাদিগকে অনর্থক ব্যতিব্যস্ত করা না হয়, কোম্পানী-বাহাদুরের ' তৎসম্বন্ধীয় এ উপদেশ, উক্ত আদেশ পত্রাংশ হইতেই প্রমাণ হইতেছে। তখন বিলাতের কোট-অব-ডিরেক্টর সভাই, ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর প্রতিনিধিরূপে এ দেশের কাজকৰ্ম্ম সম্বন্ধে এইরূপ নানাবিধ আদেশ পাঠাইতেন । কলিকাতাবাসীদের প্রতি এরূপ সহৃদয়তা প্রকাশে, র্তাহীদের মহত্ত্বই প্রকাশ হইয়াছে। গোবিন্দরাম মিত্ৰ । “কোম্পানীকে প্রতারণা করা অপরাধে, গোবিন্দরাম মিত্রকে পদচ্যুত করা হইল।” এই আদেশটী ১৭৫২ খ্ৰীঃ অব্দের এক মন্তব্যে দেখিতে পাওয়া যায়। হলওয়েল-গোবিন্দরামকে প্রতারণা অপরাধে, পদচ্যুত করিবার আদেশ দেন । কিন্তু কোন্সিলের বিচারে, গোবিন্দরাম মিত্র তহবিলে গরমিল ৩৩৯৭২ টাকা দিয়া পুনরায় কৰ্ম্মে নিযুক্ত হন । ইহা হইতে প্রমাণ হয়, কোম্পানী-বাহাদুরের কর্তৃপক্ষীয়ের মিত্ৰজা মহাশয়কে বড়ই স্নেহের

  • Court's Letter to Calcutta.Council, Para 8o Dated 31-1- 1755.

৭৬ -