পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । * ہوا. চক্ষে দেখিতেন। এই সময়ে গোবিন্দরামের পদবী ছিল--“রাজস্ব-বিভাগের ম্যানেজার” ১৭৫২ খ্ৰীঃ অব্দের অক্টোবর মাসে, গোবিন্দরামকে পদচ্যুত করিবার চেষ্ট হয় বটে, কিন্তু উক্ত বৎসরের নবেম্বর মাসের তাহার লিখিত একখানি পত্র হইতে প্রমাণ হয়, ষে তিনি পুনরায় পূৰ্ব্বপদে নিযুক্ত হইয়াছেন।* d পিতলের বাটখারা । “আমরা দেখিতেছি, সীসার ও লোহার বাটখারা বহুকাল ব্যবহারে ওজনে কমিয়া যায় । এজন্স পিতলের বাটখারাই সৰ্ব্বাপেক্ষা সুবিধাকর । আমরা বিলাত হইতে পিতলের বাটখারা ও মাপদণ্ডের নমুনা তৈয়ারি করিয়া পাঠাইয়া দিতেছি। কলিকাতার বাজার সমূহে এইরূপ বাটখারাই অতঃপর ব্যবহার করিতে পারেন।” কলিকাতায় যিনি জমীদার থাকিতেন—জমীদারীর নির্দিষ্ট কার্য্য ব্যতীত, র্তাহার উপর বাজার পরিদর্শনের ভারও থাকিত । ইনি বাজারে আমদানী জিনিসের অবস্থা ও ওজন প্রভূতির উপর নজর রাখিতেন। অপরাধিগণ ধৃত হইয়া শাস্তি পাইত। কোম্পানী-বাহাদুরের চালানী মালামালও এইরূপ বাটখারায় ওজন হইত। কিন্তু বিলাতে পুনঃপুনঃ চালানী মালের পরিমাণ কম হওয়ায়, কোট-অব ডিরেক্টারের বাজারের বাটখারা বিভ্রাটের প্রতিকণর জন্য এইরূপ ব্যবস্থা করেন । Court's Letter ( Feb 11 Para 116.) ইংরাজদের সম্বন্ধে অমির্চাদের অভিমত । কৌন্সিলের একটা মন্ত্রণাসভার কার্য্যবিবরণের মধ্যে লিখিত আছে, “ওয়াটস সাহেব আমাদিগকে র্তাহার এক পত্রে জানাইয়াছেন— অমিচাদ ইংরাজের সম্বন্ধে, নবাবের নিকট (সেরাজউদ্দৌলা ) অতি সুন্দর মন্তব্যই প্রকাশ করিয়াছেন। অমিচাদ নবাবকে বলেন—“আমি প্রায় চল্লিশ বৎসরকাল ইংরাজদের আশ্রয়ে থাকিরা, তাহদের সঙ্গে ব্যবসা-সুত্রে লিপ্ত আছি। এই দীর্ঘকালের মধ্যে কখনও আমি তাহাদিগকে প্রতিশ্রুতি পালনে অক্ষম দেখি নাই। ইংরাজের। কখনও প্রতিজ্ঞা ভঙ্গ করেন না ।" একথা প্রমাণের জন্য, অমির্চাদ নবাবের সম্মুথে ব্রাহ্মণের পর্দস্পর্শ করিয়। দিব্য *footon " (Select Committee's Proceedings 25–2–1757.)

  • Consultations. December 9th ( 17 52 ).