পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । అతి సె মাঠের অধিকৃত স্থানে অবস্থিত গোবিন্দপুরের অধিবাসীদের উঠাইয়। দেওয়া হয়। গোবিন্দপুর এই সময়ে একখানি জনপূর্ণ গ্রাম ছিল । গঞ্জ ও বাজার প্রভৃতির বাহুল্যে, এ স্থান ব্যবসা-বাণিজ্যও খুব জাকাইয়। উঠিয়াছিল। গোবিন্দপুরের অনেক আদিম অধিবাসী এই সময়ে সহরের উত্তরাংশে অর্থাৎ শোভাবাজার প্রভৃতি স্থানে বসবাস করিতে বাধ্য হইয়াছিলেন । 路 আপিসে কড়ির ব্যবহার । “বোর্ড অনেক টাকার কড়ি কিনিয়া রাথিয়াছেন । এজন্য ইহার সদ্ব্যবহার হওয়া প্রয়োজন। এহেতু আদেশ করা যাইতেছে—কোম্পানীর অধীনস্থ কলিকাতার প্রধান প্রধান অপিস-সমূহের কৰ্ত্তার, যাহাতে কড়ির প্রচলন বেশী হয়, তাহার ব্যবস্থা করিবেন। বক্সী-সাহেবকে লিখিলেই র্তাহারা প্রয়োজন মত “কৌড়ি" ইন্‌ডেণ্ট করিতে পরিবেন।”• 磯 তস্তুবায়দিগকে উৎসাহদানের আদেশ । “কোম্পানীর গোমস্তাগণ, তত্ত্ববায়দিগকে ইতিপূৰ্ব্বে যে ভাবে দানির টাকা দিয়া আসিয়াছে—আমাদের মতে তাহাই সমীচিন। উপস্থিতে সে সম্বন্ধে কোনরূপ বিধান পরিবর্তনের প্রয়োজন নাই । যাহাতে তত্ত্ববায়গণ বর্তমান অপেক্ষা অধিক সংখ্যায় কলিকাতায় আসিয়া বসবাস করে, তজ্জন্য আপনাদিগকে অনুরোধ করা যাইতেছে। ফোর্ট-উইলিয়াম ফুর্গের পাশ্ববাহিনী নদীর দুইকুলে, কলিকাতা সহরের মধ্যে এবং আমরা কলিকাতার পাশ্ববৰ্ত্তী যে আটত্রিশখানি গ্রামের দখলীস্বত্ব পাইয়াছি, তাহার মধ্যে তত্ত্ববায়গণ যাহাতে স্বচ্ছন্দে বাস করিতে পারে, তাহার ব্যবস্থা করা প্রয়োজন । কাশীজোড়া, শান্তিপুর, ঢাকা প্রভৃতি স্থান হইতে চেষ্ট৷ করিয়া ইহাদের কলিকাতায় আনান উচিত।” । । বস্ত্রের ব্যবসায়েই কোম্পানী বিশেষ লাভবান হইয়াছিলেন। বঙ্গদেশের তত্ত্ববায়গণের পরিশ্রম প্রস্থত, বিচিত্র বস্ত্রাবলী ইউরোপের নানা বন্দরে, বছ নগরে আদরের সহিত বিক্রীত হইত। নবাব কর্তৃক কলিকণত৷ আক্রমণের সময় বোধ হয় অনেক তত্ত্ববায় কলিকাতা হইতে পলাইয়। গিয়াছিল। নচেৎ বিলাতের কৰ্ত্তারা এরূপ আদেশ প্রচার করবেন কেন ?

  • Court's Letter Dated moth Jany ( 1758) + Do Do Do 3rd March. ( 1758)

ግፃ