পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬১৪ কলিকাতা সেকালের ও একালের । শাস্তিপুর ও ঢাকার আড়ঙ্গের বস্ত্র চিরদিনই বিশ্ববিখ্যাত। ঢাকাই-মসলিন বাঙ্গালার মহা-মূল্যবান কাপাস শিল্প। ইউরোপ ও এসিয়ার অনেক রাজীর, ভারতের মোগল-সম্রাটদিগের অনেক বেগমের, বরাঙ্গের সৌন্দৰ্য্য বাঙ্গালার স্বল্পবস্ত্রে বৃদ্ধি হইত। এই জন্যই জব চার্ণক, ভাগীরথী তীরবর্তী অন্যান্য স্থান ত্যাগ করিয়া, তন্তুবায়দিগের বসবাসপূর্ণ মুতালুটতে কোম্পানীর কুঠি নিৰ্ম্মাণের ব্যবস্থা করিয়াছিলেন । তখনকার কার্পাসের সূক্ষ্মশিল্পই বাঙ্গালীর ও ইংরাজের সৌভাগ্য-লক্ষ্মী ছিল । থিয়েটারকে গির্জায় পরিবর্তন । “কলিকাতায় ইংরাজ-অধিবাসীদের জন্য একটা গির্জার বিশেষ প্রয়োজন। আমরা শুনিয়াছি, যে বাটটি আগে থিয়েটার-গৃহ ছিল—অভিনয় উদ্দেশ্যে তাহার এখন কোন ব্যবহারই হয় না। সেইটীকে অনায়াসে গির্জায় পরিবর্তন করিয়া লওয়া যাইতে পারে। কলিকাতাবাসী ইংরাজ জন-সাধারণের চাদীয় যখন ইহা নিৰ্ম্মিত হইয়াছে, তখন র্তাহারা এই সাধারণ গৃহট ধৰ্ম্মার্থে ব্যবহৃত হইতে দিতে সম্ভবতঃ কোনরূপ আপত্তি করিতে পারেন না। আমরা আপনাদিগকে আদেশ করিতেছি—কোম্পানীর খরচায় এই থিয়েটার গৃহটকে গির্জা রূপে মুসজ্জিত করা হইবে।” সিরাজ কর্তৃক কলিকাতা অবরোধ সময়ে, কলিকাতার প্রথম গির্জা সেন্টএন্‌ একবারে ধ্বংস হইয়া যায়। তাহার পর কলিকাতা পুনরায় ইংরাজাধিকৃত হইলে কোন নূতন গির্জা নিৰ্ম্মাণ করা হয় নাই। পূৰ্ব্বোক্ত থিয়েটারগৃহ বর্তমান স্কচ-গির্জার ( লালদীঘির কোণের ঘড়ীওয়াল গির্জা) উত্তর পশ্চিম দিকে ছিল । কলিকাতার প্রথম দেওয়ামী-আদালত । এদেশীয়দের মধ্যে সম্পত্তি-ঘটিত মোকদম সমূহের নিম্পত্তির জন্য একটা আদালত প্রতিষ্ঠা করা বিশেষ প্রয়োজন বোধে, আমরা আদেশ করিতেছি—যে এদেশীয়দের মধ্যে দেনা-পাওনা ঘটিত কুড়ি টাকার উপর দাবীভুক্ত যে সমস্ত মামলা দায়ের হইবে—তাহার বিচারার্থ পাঁচজন ইংরাজ-বিচারক নিযুক্ত হইবেন। কৌন্সিলের সদস্য ব্যতীত, জামাদের অন্যান্য কৰ্ম্মচারীদের মধ্য হইতেও বিচারক নিৰ্ব্বাচন করা হইবে। ইহাদের মধ্যে একজন প্রধান-জঙ্গ রূপে নিৰ্বাচিত হইবেন ও তিনি এক বৎসরকাল ধরিয়া এই কাৰ্য্য করবেন। বৎসরান্তে পুনরায় নূতন নির্বাচন