পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । ৬১১ হইবে। কলিকাতার গবর্ণর সাহেব, কৌন্সিলের সহিত পরামর্শ মতে এই সমস্ত বিচারক নিযুক্ত করিতে পারিবেন। আবার প্রয়োজন বুঝিলে তাহাদিগকে বর-তরফ করিবার ক্ষমতাও সকৌন্সিল গবর্ণরের হস্তে ন্যস্ত রহিল।* রাত্রে কলিকাতায় চৌকী দিবার ব্যবস্থা । “সহর কোতোয়ালের পদ ইতিপূর্বেই তুলিয়া দেওয়া হইয়াছে। বর্তমানে কলিকাতার চারিদিকে চৌকী দিবার জন্য নিম্নলিখিতরূপ বন্দোবস্ত করা হইল। আমাদের মেজর সাহেব—সহরের নানাস্থানে চৌকী দিবার জন্ত, গোরা পুলিসের বন্দোবস্ত করিয়া দিবেন। রাত্রি দশটা হইতে প্রভাত পাচটা পৰ্য্যস্ত, সহরের চারিদিকে গোরা পাহারার বন্দোবস্ত করিতে হইবে। এইরূপ ভাবে কোন কোন এলাকায় চৌকী দিবার ব্যবস্থা করা কৰ্ত্তব্য, তাহার ব্যবস্থা আপনারাই করিয়া দিবেন। নদীতীর ও সহরের মধ্যে প্রবেশদ্বার গুলিতে—যেন কঠোর চৌকী রাখিবার বিশেষ বন্দোবস্ত করা হয়। যাহাতে গুপ্তচর প্রভৃতি সহরের মধ্যে প্রবেশ করিতে না পারে, তৎসম্বন্ধে বিশেষ সতর্কত অবলম্বন প্রয়োজন।” { বাগান ও আবাস-বাটীর জন্য অতিরিক্ত জমী গ্রহণের নিষেধাজ্ঞা । “আমরা সন্ধির নূতন স্বত্বানুসারে, নবাব মীরজাফরের নিকট হইতে যে সমস্ত ভূভাগ পাইয়াছি, তাহাতে লোক জন বসবাস করান প্রয়োজন। এই সমস্ত জমী, বাজে লোককে বিলি না করিয়া, যাহার কোম্পানীর কাজে লাগিতে পারিবে, তাহাদেরই জমা দেওয়া উচিত। যাহাতে নূতন অধিবাসীরা পূৰ্ব্বকার মত অধিক পরিমাণে জমী লইর বাগান-বাট ও আবাসগৃহ করিতে না পারে, তদ্বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। যতটুকু জমী প্রত্যেক লোকের বসবাসের পক্ষে বিশেষ প্রয়োজনীয়, তাহার অতিরিক্ত জমী যেন কাহাকেও বিলি না করা হয় ।”

  • Court's Letter Dated 3rd March. (1758). -

† Courts Letter Dated 3rd March 1758. (Tottes of Torfst To s offTKম্যান (সড়কীধারী) বলিয়। আরও দুই শ্রেণীর পাহারদার ছিল । এগুলি কোম্পানী"রাহাদুর উঠাইয় দেন। পূৰ্ব্ব কথিত মেজর সাহেব-কেল্লার মধ্যে থাকিতেন। তাহার অধীনে পাঁচশত গোর সৈন্য ও পাচশত সিপাহী থাকিত । এই সময়ে সৈন্য-বিভাগের কার্য্য ব্যতীত তিনি পুলিস-বিভাগের কার্য্য করিবার জন্য আদিষ্ট হইয়াছিলেন ।