পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । ᏠᏱ☾ বাজেয়াপ্ত মালামাল বিক্রয়। কষ্টম-হাউসের নিয়ম লঙ্ঘন করায় যে সকল মালামাল কোম্পানী আটক করিয়াছিলেন—সেগুলি নিম্নলিখিত হারে নিম্নলিখিত ব্যক্তিগণকে বিক্রয় করা হইল । * বস্তার | अिस्तनाद | "দ্রব্যের জায় রের - ---س---- পরিমাণ টাকল মিহি চাউল &》 8 ele ফৈজু খানসাম—১w• মণ । ৭৭w১• মোট চাউল ՖԵ ياs aر at ফ্রান্সিস ডেকষ্ট –১nve , ১৬•lve গালা বাতি 8 8/8 দপনারায়ণ ঠাকুর-৫॥y• ... | ২৬w১ • १ दिन 3 ఫి 는 3. ۹ به ه/ه R ۰/به 8 ه লোহ ২৫৪ পিশ, ১১-lev. কেবলরাম নিয়োগী ৭v• , ৮-৬৪ মিছরী ১৮ কু দে। রাধাচরণ মিত্র २०० তোপে-উড়ান। “হত্যা প্রভৃতি চরম অপরাধে, আগে চাবুকের আঘাতে অপরাধীৰ প্রাণদণ্ড করা হইত। কিন্তু এরূপ আঘাত জেলের মধ্যে করা হয় বলিয়া, বাহিরের দুষ্ট লোকের মনে তাহাতে ভয়ের উদ্রেক হয় না । সুতরাং চাবুক আঘাতে মৃত্যু-সংঘটন ব্যবস্থা পরিত্যক্ত হইল। এইবার হইতে কোম্পানীর জমীদারীর মধ্যে চরম অপরাধে দণ্ডিত ব্যক্তিকে, তোপের মুখে উড়াইয়া দেওয়া হইবে।” বোর্ডের এই আদেশ প্রচারের কয়েকদিন পরে, হত্যাপরাধে অপরাধী নয়ান ছুতারকে তোপের মুখে উড়াইয়া দেওয়া হয়।f কলিকাতার টাকশাল প্রতিষ্ঠা। (নবাবের পরওয়ানার একাংশ ) “কলিকাতায় আপনার টাকশাল প্রতিষ্ঠা করিতে পারিবেন। রৌপ্য ও স্বর্ণমুদ্রা এই টাকশালে নিৰ্মাণ হইবে। টাকাগুলি মুরশীদাবাদের নবাব সরকারের প্রচলিত আসরফি ও টাকার মত ওজন ও গঠন হইবে। তাহাতে কলিকাতার নাম মুদ্রিত থাকিবে । বাঙ্গল বিহার ও উড়িষ্যা প্রদেশে এই সকল মুদ্রা অবাধে প্রচলিত হইবে। মুরশীদাবাদে নবাবের রাজ

  • Preceedings dated 20th March (1760). + Proceedings dated 17th Novr. 1760.