পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । כאלטא দিয়াছেন। আপনাদের এই অঙ্কগ্রহের জন্যই আমি উপকার পাইতেছি। ভগবান আপনাদের দীর্ঘায়ু ও প্রাচুর্য্যবান করুন।*

  • নদীয়া-রাজের কিস্তিবন্দী।

” “আপনার কুশল সংবাদসম্বলিত অনুগ্রহ-লিপি পাইলাম। মদীয়ায় রাজার সম্বন্ধে আপনি যে অমুকুলজনক মত প্রকাশ করিয়াছেন, তাহাত্তে আনন্দিত হইলাম। নবাব, র্তাহার নিজের কাজ ও কোম্পানীর কাজ একই বলিয়া মনে করেন । আপনাদেরও নবাব-সম্বন্ধে নিশ্চয়ই সেইরূপ ধারণা। কিন্তু নদীয়ার রাজার সম্বন্ধে যে আমি কি বলিব, কিছুই বুঝিতে পারিতেছি না। প্রায় দুই মাস কাল তিনি কেবল করার ও নানাবিধ ওজর করিয়া টাকা দিতেছেন না। প্রথমতঃ তিনি বলিয়া পাঠান—তুর্গপূজা উপস্থিত এ সময়ে টাকা দেওয়া অসম্ভব। তার পর বলিয়া পাঠাইলেন, “শ্যামাপূজা উপস্থিত। কাজেই টাকার যোগাড় হয় নাই ।” তারপর এখন শুনিতেছি, রাজা আপনাদিগকে লিখিয়াছেন ষে তাহার পত্নীর পীড়ার জন্য টাকার বন্দোবস্ত হয় নাই । তিনি যে মুরশীদাবাদে আসিবার জন্য এইরূপ নানা অছিলা ও ওজর আপত্তি করিতেছেন, তাহার কারণ আর কিছুই নয়--পাছে এখানে আসিলে আমরা জবরদস্তিতে বাধা করিয়া র্তাহার নিকট হইতে টাকা আদায় করি । রাজা নিজে এখানে না আসিলে টাকা আদায়ের কোন সম্ভাবনাই নাই। র্তাহার উকীল আসিলে, কোন ফলই হইবে না। আপনার বোধ হয় শুনিয়াছেন—টাকার অভাবের জন্য, নবাব তাহার সেনাদের বেতন দিতে পারিতেছেন না। . আমরা নদীয়ার জমীদারকে এখানে আনিবার জন্য লোক পঠাইলাম। আপনারাও তাহাকে লিখিবেন—যেন তিনি হুইট কাস্তিবন্দীর উপযুক্ত পরিমাণ সরকারী রাজস্ব লইয়া রাজধানীতে আসেন। বাকী টাকা পরে দিলেও কোন অসুবিধা হইবে না। { নবাৰীসেনার তলবান সম্বন্ধে গোলযোগ । (মহারাজ রাজবল্লভের পত্র ) আমি টাকা সংগ্রহের জন্য অনেক চেষ্টা করিয়াছি, কিন্তু পারি মাই। অন্য কোন উপায় করিতে না পারিয়া আমি অমিয়ট সাহেবের নিকট হইতে

  • Letter from Juggut Sett dated September--176o. * Letter form Roy Rayan dated December-176o.