পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

She কলিকাতা সেকালের ও একালের । রাজকুমার বৈজিয়দ, সিংহাসনে বসিলেন বটে, কিন্তু তিনি বহুদিন রাজত্ব করিতে পারিলেন না। র্তাহার এক ভগ্নিপতি, গুপ্ত-হত্যার দ্বারা তাহার জীবলীলা শেষ করিয়া দেন। তাহার মৃত্যুর পর, কনিষ্ঠ রাজকুমার দাফুল গৌড়ের রাজসিংহাসনে উপবেশন করেন । দাযুদ–গৌড়ের সিংহাসন লাভ করিয়া, তাহার পূর্ব প্রতিশ্রুতি অনুসারে, ভবানন্দের পুত্র ও ভ্রাতঃপত্রকে তাহার মন্ত্রীপদে নিযুক্ত করিলেন। ভবানন্দপুঞ্জ, শ্ৰীহরির নাম পরিবর্তিত হইয়া হইল—বিক্রমাদিত্য। আর শিবাননের পুত্রের নাম—বসন্তুরায় হইল । বঙ্গেশ্বর দাযুদ, পিতার হায় উন্নত চরিত্রের রাজা ছিলেন । তাহার রাজত্ব কালের প্রথমাংশে, বঙ্গদেশের যথেষ্ট উন্নতি হইয়াছিল। প্রজাগণ ধনধান্ত-পূর্ণ ভাণ্ডার ও পরিজন-বৰ্গ লইয়া, মুখ-স্বচ্ছন্দে নিরাপদে কাল কাটাইতে লাগিল। দায়ুদ হিন্দু-মুসলমান সকল প্রজাকেই সমান চক্ষে দেখিয়া প্রজাবর্গের সন্মান-ভাজন হইয়া উঠিলেন। ভবানন্দের সুব্যবস্থার গুণে—রাজকোষে প্রচুর অর্থ জমিল। অনুরক্ত প্রজাবৰ্গ, প্রচুর ধনপূর্ণ রাজভাণ্ডার—অগণ্য সৈন্যরাজি দেখিয়া—বঙ্গেশ্বর দাম্বুদ, মনে মনে গৰ্ব্বস্ফীত হইতে লাগিলেন । * তাহার পিতা মোগল-বাদসাহের অধীনতা স্বীকার করিয়া যে কলঙ্ক অর্জন করিয়া গিয়াছেন, তিনি তস্থা ক্ষালন করিতে মনস্থ করিলেন । نامه মন্ত্রীবর্গকে-নিজের মনোভাব প্রকাশ করিয়া বলায়, অনেকে তাহাতে আপত্তি করিল। কিন্তু দায়ুদের অধীনে কয়েকজন পরাক্রান্ত পাঠান-সেনানী ছিল। পাঠানেরা মোগলের চিরশত্রু। লুঠতরাজ যুদ্ধ-বিগ্রহ পাইলেই তাহার, মুখে থাকে। তাহারা এই সুযোগে--দায়ুকে মোগল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তেজিত করিতে লাগিল। দায়ুদও—মোগলের অধীনতা-পাশছিন্ন করিবার জন্ত, সেনাগণকে সুশিক্ষিত করিতে লাগিলেন । সুচতুর ভবানন্দ দেখিলেন--তাহার মুখ—সৌভাগ্যের অবস্থা যে আর বৈশী দিন থাকিবে, এরূপ বোধ হয় না। কারণ প্রবল প্রতাপ সম্রাট আকবর সাহের সহিত যুদ্ধে, দায়ুদকে নিশ্চয়ই পরাজিত ও রাজ্যচুর্তি হইতে হইবে । তখন আর র্তাহীদের দাড়াইবার স্থান থাকিবে না।

  • প্রসিদ্ধ ইতিহাস-লেখক ষ্টয়ার্ট সাহেব বলেন—সৰ্ব্ব-প্রকার অস্ত্র:শোভিত দুই লক্ষ

BBDDS DDDDD BBBB BBB BBB DDD BBBS BBB BBB BBB BBBS নৌসেনাও প্রচর ছিল ।