পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అశ్చిత কলিকাতা সেকালের ও একালের । কয়েক থান বনত লইয়া সিপাহীদিগকে বেতনের পরিবর্ভে দিয়াছি । ১লা রবিউসশানী তারিখে, সোবাবন, মীর ফজল আলি ও আনামতউল্লা খা, আমার দেওয়ানখানায় উপস্থিত হয় এবং আমাকে বলে, তাহদের বেতন চুকাইয়া না দিলে তাহারা সেখান হইতে নড়িবে না। সেখ দীন মহম্মদ প্রভৃতিও এই সময়ে দেওয়ানখানায় উপস্থিত হইয়া ঐরূপ কথা বলে। আমি অন্যঘরে বসিয়া, তখন ক্ষৌরকার্য্য সমাধা করিতেছিলাম। মীর ফজল আলি, আমার নিকটে আসিয়া মিষ্টভাষায় তাহীদের আগমনের কারণ বুঝাইয়া বলে। আমি তাহাদিগকে সমস্ত হাল বুঝাইয়। বলি—“তোমাদিগকে যত শীঘ্ৰ পারি সন্তুষ্ট করিব। কিন্তু তাহারা আমার কথা না শুনিয়া আমাকে দেওয়ানখানায় যাইতে বলে। সেখানে উপস্থিত হইয়া দেখি, সেখানে অনেক অসন্তুষ্ট সৈনিক বসিয়া আছে। তাহারা আমাকে মধ্যে বসাইয়। আমার চারিধারে বিরিয়া দাড়ায়। এই সময়ে আমার বরকন্দাজের আমার রক্ষার জন্ত আসিয়া উপস্থিত হয় । দুই দলেয় লোক একত্রিত হওয়ায় আমি ভাবিয়াছিলাম, একটা দাঙ্গা হাঙ্গামা না হইয়া যায় না। কিন্তু তাহ হয় নাই। হইলে বোধ হয় মুরশীদাবাদ লুঠপট হইত, সরকারের কার্য্য হানি ঘটিত। আমি এই অশাস্ত সেনাগণকে মিষ্ট কথায় সন্তুষ্ট করায়, তাহারা দেওয়ানখান ত্যাগ করিয়া চলিয়া যায়।* কলিকাতার প্রথম স্ক্যাভেঞ্জার-সর্দার । মিঃ হ্যাণ্ডেল বোর্ডকে জানাইয়াছেন—“যে সহরের ময়লা প্রভৃতি স্থানান্তরকরণ কার্য্যে তাহাকে বহুক্ষণ ধরিয়৷ বিশেষ পরিশ্রম করিতে হয়। আর এই কাজে কষ্টও ষথেষ্ট ।” বোর্ডও এই ঘটনা অবগত আছেন। এজন্ত আদেশ করা যাইতেছে—হ্যাণ্ডেল সাহেব তাহার এই পরিশ্রমজনক কার্য্যের জন্ত আরও ২০২ টাকা অতিরিক্ত বেতন পাইবেন । এই হাণ্ডেল সাহেব আগে “আরক” নামক মদের চোলাইএর কারবার করিতেন। কিন্তু তাহ রহিত হইয়া যাইবার পর, তিনি প্রাচীন কলিকাতার “আৰঙ্গনীপরিষ্কার বিভাগের” প্রথম কর্তারূপে নিযুক্ত হন। ইহার পূৰ্ব্বে সহরের মধ্য হইতে ময়লা নিষ্কাসিত করিৰার জন্য—আর কাহাকেও খে এরূপ তদারকী ভার দেওয়া হয় নাই, তাহ হাণ্ডেলের আবেদন হইতেই বুঝা যাইতেছে।f

  • Letter from Maharaja Raj Bulluh. Dated December 176o + Proceedings of the Board dated 12th April 1760