পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায়। به دن শান্তিপুরের ফ্যাক্টারি আক্রমণ। ১৭৬৪ খৃঃ অব্দের ১২ নবেম্বরের প্রোসিডিংস হইতে দেখা যায়, কোম্পানীর “একস্পোর্ট অয়ার-হাউস কিপার’ শান্তিপুরের ফ্যাক্টরীতে নিযুক্ত কোম্পানীর গোমস্তাগণের নিকট হইতে প্রাপ্ত, নিম্নলিখিত অভিযোগটা বোর্ডের নিকট পেশ করিতেছেন। “রামচন্দ্র সেন, পিতার নাম কৃষ্ণচন্দ্র সেন, সহসা দুই তিন শত অশ্বারোহী সিপাহী ও বরকন্দাজ লইয়া “শাস্তিপুরের আড়ঙ্গে” উপস্থিত হয়। পঞ্চাশ জন লোক আড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। তাহারা আমাদিগকে বলে ষে রামচন্দ্র সেনের নিকট আমাদের তখনই হাজির হইতে হইবে। আমরা ইহাতে অস্বীকৃত হওয়ায়, তাহারা বলপূৰ্ব্বক আমাদের গোমস্ত মনোহর ভট্টাচাৰ্য্যকে ধরিয়া লইয়া যায়। এই ভট্টাচার্য্য, কোম্পানীকে সুতার যোগান দিত। তাহাকে ধরিয়া লইয়া যাওয়ায় কোম্পানীর কাজ অচল হইয়া পড়িয়াছে। তাহাদের এরূপ করিবার কারণ যে কি, তাহ আমরা ঠিক বুঝিতে পারিতেছি না। এজন্ত আমরা নিধিরাম মুখোপাধ্যায় ও গোপাল ভট্টাচাৰ্য্যকে আপনাদের নিকট কলিকাতায় পাঠাইতেছি । ইহাদের নিকট সমস্ত ঘটনা অবগত হইয়া আপনারা এ বিষয়ে তদন্ত করিবেন,ইহাই আমাদের প্রার্থনা।”* ১৭৬৬ খঃ অব্দে কলিকাতার বাঙ্গালী অধিবাসিগণ । গোবিন্দরাম মিত্র মহাশয়ের পৌত্র, রাধাচরণ মিত্রের জাল-অপরাধে, বিলাতী আইন অনুসারে বিচার হইয়া যখন ফাসীর হুকুম হয়, সেই সময়ে কলিকাতা সহরের তদানীন্তন অধিবাসিগণ, গবর্ণর সাহেবের নিকট এই ফণসীর হুকুম রদ করাইবার জন্য এক দরখাস্ত করেন। এই দরখাস্তে কলিকাতার সেকালের ৯৫৭ জন গণ্যমান্য অধিবাসী নাম স্বাক্ষর করিয়াছিলেন । এই নামের তালিকা হইতে কলিকাতার তৎকালীন গণনীয় ব্যক্তিদের নাম জানিতে পারা যায় । আমরা এই অসংখ্য স্বাক্ষরের মধ্য হইতে কতকগুলি বাছা বাছা নাম তুলিয়া দিলাম। নবকৃষ্ণ মুন্সী (মহারাজ নবকৃষ্ণ বাহাদুর ) भान झर्द्ध হুজুরীমল শুকদেব মল্লিক স্তামচাদ দত্ত গোকুল ঘোষ রাসবিহারী শেঠ হরিকৃষ্ণ দত্ত দয়ারাম ঘোষ নিমাইচরণ শেঠ মাণিক দত্ত

  • Proceedings of the Secret Dept. Dated Novr—12th (1764)