পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆషిఅ কালকাতা সেকালের ও একালের । কমাপ ঘোষ পীতাম্বর শেঠ চুড়ামণি দত্ত রামচাদ ঘোষ বিনোদবিহারী শেঠ ठूक्षझैोल प्रख् শঙ্কর হালদার ' ' গুরুচরণ শেঠ রামনিধি ঠাকুর পূর্ণাননা বসাক নীলাম্বর শেঠ বিশ্বনারায়ণ ঠাকুর শোভারাম বসাক গোকুলকিশোর শেঠ দয়ারাম ঠাকুর রাধামোহন বসাক কুন্দ ঘোষাল দুর্গারাম ঠাকুর দুর্গারাম সেন বাবুরাম পালিত হরিকৃষ্ণ ঠাকুর নন্দরাম সেন বনমালী বানার্জি শ্যাম চক্রবর্তী দয়ারাম শৰ্ম্ম৷ রাধাকৃষ্ণ মল্লিক কেবলরাম ঠাকুর রামলাল শৰ্ম্ম৷ দয়ারাম মুখোপাধ্যায় রামচরণ রায় జ్యే জয়কৃষ্ণ শৰ্ম্ম৷ মনোহর মুখোপাধ্যায় কুপারাম মিত্র উজয়রাম শৰ্ম্ম৷ তোতারাম বসু রামসুনার রাধাকান্ত শৰ্ম্ম৷ রামশঙ্কর বসু o: রামনিধি শৰ্ম্ম রামশঙ্কর দত্ত গঙ্গারাম মিত্র রাধাচরণ মল্লিক দুর্গারাম দত্ত গোকুল মিত্র সমস্ত স্বাক্ষরগুলি তুলিতে গেলে পুথি বাড়িয়া যায়—এজন্য আমরা বাছিয়া বাছিয়া কয়েকটা নাম তুলিয়া দিলাম। পাঠক ইহা হইতে দেখিতে পাইবেন, কায়স্থগণই তখন কলিকাতার প্রধান ছিলেন । মহারাজ নবকৃষ্ণ শোভাবাজারের আদিপুরুষ। দত্তগণের মধ্যে অনেকে বোধ হয়, হাটখোলার দত্ত পরিবারভুক্ত। শেঠ ও বসাকগণের মধ্যে শোভারাম বসাক, রাসবিহারী শেঠ প্রভৃতি গণনীয়। ঠাকুর-গোষ্ঠীর দুই একজনের নামও দেখিতে পাওয়া যায়। শৰ্ম্ম বলিয়া যাহারা স্বাক্ষর করিয়াছিলেন, তাহার সম্ভবতঃ অধ্যাপক শ্রেণীর লোক। চূড়ামণি দত্তের কথা আমরা পূর্বে বলিয়াছি। ইহারই পুত্র কালীপ্রসাদ দত্তের নামে, এখনও একটী রাস্তা বর্তমান। শঙ্কর হালদার, আহিরীটোলার হালদারদের আদিপুরুষ। তাহার পাচফুকুরে দালানওয়ালা স্ববৃহৎবাট এখনও অৰ্দ্ধ ভগ্নাবস্থায় বর্তমান । নন্দরাম সেনের নামেও একটা গলি আছে। মদন দত্তের নাম, আজও একটা গলির সহিত বিজড়িত। হুজুরীমলস্ ট্যাঙ্কলেন—হজুরীমলের নাম রক্ষা করিতেছে। গোকুল মিত্র বাগবাজারের মিত্রদের আদিপুরুষ। ইহার বাড়ীতেই মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠিত। ইহাই “বাগবাজারের মদনমোহন বলিয়া পরিচিত। গোকুল মিত্রের স্ববৃহৎ প্রাসাদতুল্য আবাসবাট, নাটুমন্দির, দোল ও রাসমঞ্চ আজও তাহার অতীত ঐশ্বৰ্য্যময় অবস্থা ঘোষণা