পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । ఆల్ఫ জমা দেওয়ার প্রস্তাব আদৌ গ্রহণীয় নহে। এই সমস্ত জমী, জমা দিবার জন্য, সাধারণভাবে নোটিশ জারী হউক।” বাৎসরিক তের লক্ষ টাকা রাজস্ব দানের করার হইতে প্রতিপন্ন হইতেছে, মহারাজ নবকৃঞ্চের অবস্থা সেই সময়ে বড়ই উন্নত ছিল। কোম্পানীর "লর্ড ক্লাইভ ও দেশীয় সমাপ্রিতি সদয় ব্যবহার। “লর্ড ক্লাইভ ও তাহার অধীনস্থ কমিটি, প্রাণপণে চেষ্টা করিতেছেন— যাহাতে কোম্পানীর ইংরাজ-গোমস্তাগণ, এ দেশীয় লোকদিগের উপর কানরূপ অত্যাচার করিতে না পারে। কিন্তু কলিকাতা-কেন্সিলের ৯এ ফেব্রুয়ারির পত্রে, মহম্মদ রেজা খণর যে অভিযোগ লিপিবদ্ধ ইয়াছে—তাহা হইতে জানিতে পারা যায়, যে এখনও ইংরাজ-গোমস্তা{ণু দেশীয়দের প্রতি অত্যাচারে ক্ষণস্ত হয় নাই।”f ইউরোপীয় ভবঘুরের দলবৃদ্ধি। কলিকাতা-কেন্সিল—বিলাতের কৰ্ত্তাদের যে পত্র লিখিতেছেন, তাহার একাংশ এই—“কলিকাতার বাৎসরিক সেন্সাসের ফল আপনাদের নিকট প্রেরিত হইতেছে। কলিকাতার ইংরাজগণের বর্ণানুক্রমিক একটা তালিকা আমাদের ডেসপ্যাচের মধ্যে আছে, দেখিতে পাইবেন। এই তালিকা হইতে দেখিবেন, কলিকাতায় ভবঘুরে ইংরাজ ও ইউরোপীয়ের সংখ্যা বড়ই বৃদ্ধি হইয়াছে। ইহারা বিলাত ও ইউরোপের নানা স্থান হইতে জাহাজে করিয়া লুকাইয়া পলাইয়া আসে । এরূপ বিশৃঙ্খল প্রকৃতির উদ্দেশ্যহীন লোকের আগমনে সহরের অশান্তি বৃদ্ধি হয় । আমরা ইহাদের অনেককে গ্রেপ্তার করিয়া কলিকাতা হইতে তাড়াইয়া দিয়াছি বা জাহাজে করিয়া বিলাতে পাঠাইয়া দিয়াছি। এবং ভবিষ্যতে যাহাতে ইহাদের সংখ্যা বুদ্ধি না হয়, তাহারও চেষ্টা করিব।” কলিকাতার জমীবিলি সম্বন্ধে ক্লাইভের মন্তব্য । “কলিকাতায় কোম্পানীর যে খাস-দখলী জমী-জমা আছে, তাহ। যথাযথ বিলি হইলে কোম্পানীর যথেষ্ট আয়-বৃদ্ধি হইতে পারে।

  • Proceedings of the Board dated 21st December 1767.
  1. Letter of the Court of Directors to the President in Council Dated 4th March, Para 14 ( 1767).