পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় Sుళ) জমা দেওয়ার প্রস্তাব আদৌ গ্রহণীয় নহে। এই সমস্ত জমী, জমা দিবার জন্য, সাধারণভাবে নোটিশ জারী হউক।” বাৎসরিক তের লক্ষ টাকা রাজস্ব দানের করার হইতে প্রতিপন্ন হইতেছে, মহারাজ নবকৃঞ্চের অবস্থা সেই সময়ে বড়ই উন্নত ছিল। কোম্পানীর সেরেস্তায় “গোকুল” শব্দটী মাত্র আছে, উপাধি নাই । সম্ভবতঃ ইনি বাগবাজারের গোকুল মিত্র ও মহারাজ নবকৃষ্ণের প্রতিবেশী। তৎকালে সমাজে ও রাজদ্বারে মহারাজ নবকৃষ্ণের যথেষ্ট সন্মান ছিল। অর্থবল ও লোকবল প্রভৃতি কিছুরই তাহার অভাব ছিল না। এজন্য পাছে এই অপরিমিত ক্ষমতাবান ব্যক্তির অধীনে থাকিলে প্রজাদের উপর খাজনা আদায় প্রভৃতি সম্বন্ধে কোনরূপ জুলুম জবরদস্তি হয়, কোম্পানী-বাহাদুর এই আশঙ্কায় তাহীদের জর্মী জমা দিতে চাহেন নাই।* লর্ড ক্লাইভের সুপারিসে নবকৃষ্ণের উন্নতি। লর্ড ক্লাইভ, মুন্সী নবকৃষ্ণকে কমিটির নিকট সুপারিস করিতেছেন— “নবকৃষ্ণ অতিশয় পরিশ্রমী ও বিশ্বাসী কৰ্ম্মচারী বলিয়া তাহাকে মাসিক দুই শত টাকা বেতনে কোম্পানীর “পলিটিক্যাল-বেনিয়ান” পদে নিযুক্ত করা গেল।” † ইহার পূর্বে নবকৃষ্ণ, লর্ড ক্লাইভের মুন্সী ও পারসী বিভাগের সেক্রে টারীর পদে নিযুক্ত ছিলেন। মগের মুল্লুক। “এটা মগের মুল্লুক নাকি” বলিয়া একটা জনপ্রবাদ আজও কলিকাতায় প্রচলিত আছে। কোনরূপ অন্যায় অত্যাচার দেখিলে, লোকে এই কথাই বলিয়া থাকে। এই জনপ্রবাদের কারণ আর কিছুই নয়— মগদমু্যরা এক সময়ে কলিকাতা পর্য্যস্ত ধাওয়া করিয়াছিল। এই মগেরা চট্টগ্রাম ও বর্ধার সীমাস্তবাসী দম্য-সম্প্রদায়। নদীগর্ভে বাণিজ্য দ্রব্যাদি লুণ্ঠন, লোকজনকে ধরিয়া লইয়া যাওয়া, নদীবক্ষে ডাকাতি প্রভৃতি মগদিগের জীবনের লক্ষ্য ছিল । কলিকাতার কৰ্ত্তাদেরও অনেক সময় এই মগদিগের কথা ভাবিতে হইত। পটুগীজগণ চিরদিনই “বোম্বেটে” বলিয়া বিখ্যাত। মগের এই পটুগীজদিগকে তাহদের দলে লইয়া, বাঙ্গালার নানা

  • Proceedings Dated 20th August 1867. f Select Committee's Proceedings Dated 16th January, 1767.